পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७२२ শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত। [ 1885, 31st October. পুষ্কণীতে, বেশী প্রকাশ । ঈশ্বরকেই নমস্কার করা হয়—মানুষকে নয়। God is God—not, Man is God, “র্তাকে তে reasoning (সামান্ত বিচার ) করে জানা যায় না— সমস্ত বিশ্বাসের উপর নির্ভর । এই সব কথা ঠাকুর বলেন । আজ মাষ্টারকে ডাক্তার তাহার রচিত একখানি বই উপহার দিলেন —Physiological Basis of Psychology—"as a token of brotherly regards’. দ্বিতীয় পরিচ্ছেদ । [ শ্রীরামকৃষ্ণ ও Jesus Christ. তাহাতে খৃষ্টের আবির্ভাব । ] ঠাকুর ভক্তসঙ্গে বসিয়া আছেন। বেলা এগারটা। মিশ্রনামক একটা খুষ্টান ভক্তের সহিত কথা কহিতেছেন । মিশ্রের বয়ঃক্রম ৩৫ বৎসর হইবে । মিশ্র খৃষ্টানবংশে জন্মিয়াছেন। যদিও সাহেবের পোষাক,—ভিতরে গেরুয়া আছে। এখন সংসার ত্যাগ করিয়াছেন । ইহার জন্মস্থান পশ্চিমাঞ্চলে । একটা ভ্রাতার বিবাহের দিনে তাহার এবং আর একটি ভ্রাতার এক দিনে মৃত্যু হয়। সেই দিন হইতে মিশ্র ংসার ত্যাগ করিয়াছেন। তিনি Quaker সম্প্রদায়ভুক্ত । মিশ্র । ‘ওহি রাম ঘট ঘটমে লেটা ।” শ্রীরামকৃষ্ণ ছোট নরেনকে আস্তে আস্তে বলিতেছেন,—যাহাতে মিশ্রও শুনিতে পান—‘এক রাম তার হাজার নাম ।’ “খ্ৰীষ্টানের র্যাকে God বলে, হিন্দুরা তাকেই রাম, কৃষ্ণ, ঈশ্বর,— এই সব বলে। পুকুরে অনেকগুলি ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খাচ্ছে বলছে জল। খ্ৰীষ্টানরা আর এক ঘাটে খাচ্ছে—বলছে Water ; God, যীশু। মুসলমানের আর এক ঘাটে খাচ্ছে—বলছে, পানি ; আল্লা । মিশ্র । মেরির ছেলে Jesus নয়। Jesus স্বয়ং ঈশ্বর। ( ভক্তদেরপ্রতি ) ইনি ( শ্রীরামকৃষ্ণ ) এখন এই আছেন—আবার এক সময় সাক্ষাৎ ঈশ্বর !