পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা শ্যামপুকুর । নরেন্দ্র, ডাক্তার সরকার প্রভৃতি সঙ্গে। ৩২৩ “আপনারা ( ভক্তের ) একে চিনতে পাচ্ছেন না। আমি আগে থেকে একে দেখেছি—এখন সাক্ষাৎ দেখছি । দেখেছিলাম—একটা বাগান, উনি উপরে আসনে বসে আছেন ; মেজের উপর আর একজন বসে আছেন ;—তিনি §5 advanced ( উন্নত ) नन । “এই দেশে চার জন দ্বারবান আছেন । বোম্বাই অঞ্চলে তুকারাম ও **ātā Robert Michael – gotra of ;-atta পূর্ববদেশে আর এক জন আছেন । শ্রীরামকৃষ্ণ । তুমি কিছু দেখতে টেকতে পাও ? মিশ্র । আজ্ঞা, বাটীতে যখন ছিলাম তখন থেকে জ্যোতি দর্শন হ’ত । তার পর যীশুকে দর্শন করেছি। সে রূপ আর কি বলব !— সে সৌন্দর্য্যের কাছে কি স্ত্রীর সৌন্দর্য্য ! কিয়ৎক্ষণ পরে ভক্তদের সঙ্গে কথা কহিতে কহিতে মিশ্র জাম পেণ্টলুন খুলিয়া ভিতরের গেরুয়ার কৌপীন দেখাইলেন। ঠাকুর বারাণ্ড হইতে আসিয়া বলিতেছেন—“বাহে হলো না—এ কে ( মিশ্রকে ) দেখলাম, বীরের ভঙ্গি করে দাড়িয়ে আছে।” এই কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন । পশ্চিমাস্য হইয়া দাড়াইয়া সমাধিস্থ । কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া মিশ্রকে দেখিতে দেখিতে হাসিতেছেন । এখনও দাড়াইয়া । ভাবাবেশে মিশ্রকে shake hand ( হস্তধারণ ) করিতেছেন ও হাসিতেছেন । হাত ধরিয়া বলিতেছেন, তুমি যা চাইছ তা হয়ে যাবে।” ঠাকুরের বুঝি যীশুর ভাব হইল ! তিনি আর যীশু কি এক ? মিশ্র (করযোড়ে) । আমি সে দিন থেকে মন, প্রাণ, শরীর,—সব আপনাকে দিয়েছি ! [ ঠাকুর ভাবাবেশে হাসিতেছেন। ঠাকুর উপবেশন করিলেন । মিশ্র ভক্তদের কাছে তাহার পূর্বকথা সব বর্ণনা করিতেছেন। র্তাহার দুই ভাই বরের সভায় সামিয়ানা চাপা পড়িয়া মানবলীলা সম্বরণ করিলেন,—তাহাও বলিলেন। ঠাকুর মিশ্রকে যত্ন করিবার কথা ভক্তদের বলিয়া দিলেন।