পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৩০ শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত | [1885, 2 3rd December. বাবু) । তার পর শম্ভ মল্লিক,—তাকে আগে কখন দেখি নাই। ভাবে দেখলাম,—গৌরবর্ণপুরুষ, মাথায় তাজ । যখন অনেকদিন পরে শস্তুকে দেখলাম, তখন মনে পড়ল,—একেই আগে ভাবাবস্থায় দেখেছি । আর তিন জন সেবায়েত এখনও ঠিক হয় নাই । কিন্তু সব গৌরবরণ। সমুরেন্দ্র অনেকটা রসদার বলে বোধ হয় । “এই অবস্থা যখন হ’লো, ঠিক আমার মত একজন এসে, ঈড়া পিঙ্গলা, স্থষুম্বা নাড়ী সব ঝেড়ে দিয়ে গেল ! ষড়চক্রের এক একটা পদ্মে জিহবা দিয়ে রমণ করে, আর অধোমুখ পদ্ম উৰ্দ্ধমুখ হয়ে উঠে ! শেষে সহস্রার পদ্ম প্রস্ফুটিত হয়ে গেল । “যখন যেরূপ লোক আসবে, আগে দেখিয়ে দিতো ! এই চক্ষে— ভাবে নয়—দেখলাম, চৈতস্য দেবের সঙ্কীৰ্ত্তল বটতলা থেকে বকুলতলার দিকে যাচ্চে। তাতে বলরামকে দেখলাম, আর যেন তোমাক্স দেখলাম । চুণীকে আর তোমাকে আনাগোনায় উদ্দীপন হয়েছে। শশী আর শরৎবেs দেখেছিলাম, ঋষি কৃষ্ণের ( Christ ) দলে ছিল। “বটতলায় একটী ছেলে দেখেছিলাম । হৃদে বল্লে, তবে তোমার একটা ছেলে হবে । আমি বল্লাম, "আমার যে মাতৃযোনি ! আমার ছেলে কেমন করে হবে ? সেই ছেলে রাখাল ! “বল্লাম, মা এ রকম অবস্থা যদি করলে, তা হলে এক জন বড় মানুষ জুটিয়ে দাও । তাই সেজবাবু চোঁদ বছর ৫ ধরে সেবা কল্পে । সে কত কি !—আলাদা ভাড়ার করে দিলে—সাধু-সেবার জন্য — গাড়ী, পান্ধী—যাকে যা দিতে বলেছি, তাকে তা দেওয়া ! বামনী খতাতো—প্রতাপরুদ্র । “বি জম্ন এই রূপ ( অর্থাৎ ঠাকুরের মূৰ্ত্তি ) দর্শন করেছে। এ কি বলে দেখি ?—বলে, ‘তোমায় যেমন ছোয়া, ঐরূপ ছুয়েছি!’ “নোটো ( লাটু ) খতালে, একত্রিশ জন ভক্ত ৷ কৈ তেমন বেশী নমজুরের চোঁদবৎসর সেবা । ১৮৫৮ হইতে ১৮৭১ १.: । মথুরের মৃত্যু ১লা শ্রাবণ ১২৭৮ ; 14-7-187 1.