পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বরে। কেদারাদি ভক্তসঙ্গে। শ্রীরাধার ভাব । ৯

  • ोंtन- এই বেলা নে ঘর ছেয়ে । ,

এ বারে বর্ষা ভারি, হও হুসারী, লাগো আদা জল খেয়ে । যখন আসবে শ্রাবণ, দেখতে দেবেন। বঁাশ বাখার পচে যাবে, ঘর ছাওয়া হবে না । যেমন আসবে বাষ্ট্ৰক, উড়বে মটুক, মট্কা যাবে ফাক হয়ে (তুমিও যাবে তা হয়ে । ) e - গান-কার ভাবে নদে এসে, কাঙ্গাল বেশে, হরি হয়ে বলছ হরি। কার ভাবে ধরেছ ভাব, এমন স্বভাব, তাওত কিছু বুঝতে নারি। ঠাকুর গান শুনিতেছেন, এমন সময় ত্রযুক্ত কেদার চাটুৰ্য্যে আসিয়া প্রণাম করিলেন । তিনি আফিসের বেশ পরিয়া আসিয়াছেন–চাপকান, ঘড়ি, ঘড়ির চেন । কিন্তু ঈশ্বরের কথা হইলেই তিনি চক্ষের জলে ভাসিয়া যান । অতি প্রেমিক লোক । অন্তরে গোপীর ভাব । কেদারকে দেখিয়া ঠাকুরের একবারে শ্রীবৃন্দাবন লীলা উদ্দীপন হইয়া গেল। প্রেমে মাতোয়ার হইয় দণ্ডায়মান হইলেন ও কেদারকে সম্বোধন করিয়া গান গাইতেছেন--- সখি, সে বন কতদূর । ( যথা আমার শামসুন্দর ) ( তার চলিতে যে নারি ) । শ্রীরাধার ভাবে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ চিত্রাপিতের হ্যায় দণ্ডায়মান । কেবল চক্ষের দুই কোণ দিয়া আনন্দা শ্রী পড়িতেছে । কেদার ভূমিষ্ঠ । ঠাকুরের চরণ স্পর্শ করিয়া স্তব করিতেছেন। হৃদয়কমলমধ্যে নিবির্বশেষং নিরীহং হরিহরবিধিবেদ্যং যোগিভিধানগম্যম । জনমমরণভাতিভ্রংশি সচ্চিৎ স্বরূপম । সকল ভুবনবীজং ব্রহ্ম চৈতন্যমীড়ে ॥ কিয়ৎক্ষণ পরে ঠাকুর ত্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হইতেছেন । কেদার নিজ বাটী হালিসহর হইতে কলিকাতায় কৰ্ম্মস্থলে যাইবেন । পথে দক্ষিণেশ্বর কালীমন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া যাইতেছেন । একটু বিশ্রাম করিয়া কেদার বিদায় গ্রহণ করিলেন ।