পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশীপুর । নরেন্দ্রাদি ভক্তসঙ্গে । \రి లి) কৈ !—তবে কেদার আর বিজয় কতকগুলো কচ্ছে ! “ভাবে দেখালে শেষে পায়েস খেয়ে থাকতে হবে । "এ অসুখে পরিবার ( ভক্তদের শ্ৰীশ্ৰী মা ) পায়েস খাইয়ে দিচ্ছিল, তখন র্কাদলাম এই বলে,—‘এই কি পায়েস খাওয়া ! এই কষ্টে ! শ্ৰীশ্ৰীরামকৃষ্ণকথামৃত, চতুর্থভাগ, একত্রিংশৎখণ্ডে মুক্তকণ্ঠে কথা সমাপ্ত। চতুশ্ৰ ভাগ—ব্রাক্রিহ শ~ = <e 艺事> কাশীপুর উদ্যানে শ্ৰীযুক্ত নরেন্দ্র প্রভৃতি ভক্তসঙ্গে । প্রথম পরিচ্ছেদ । নরেন্দ্রকে জ্ঞানযোগ ও ভক্তিযোগের সমন্বয় উপদেশ । ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে হলঘরে ভক্তসঙ্গে অবস্থান করিতেছেন। রাত্রি প্রায় আটটা । ঘরে নরেন্দ্র, শশী, মাষ্টার, বুড়ো গোপাল’, শরৎ । আজ বৃহস্পতিবার,—২৮শে ফাল্গুন, ১২৯২ সাল ; ফাল্গুন মাসের শুক্লা ষষ্ঠী তিথি ; ১১ই মার্চ, ১৮৮৬ খৃঃ । ঠাকুর অসুস্থ—একটু শুইয়া আছেন । ভক্তের কাছে বসিয়া । শরৎ দ্বাড়াইয়া পাখা করিতেছেন । ঠাকুর অসুখের কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ । ভোলানাথের কাছে গেলে তেল দেবে । আর সে বলে দেবে, কি রকম করে লাগাতে হবে । বুড়োগোপাল । তা হলে কাল সকালে আমরা গিয়ে আনবো । মাষ্টার । আজ কেউ গেলে বলে দিতে পারে । শশী । আমি যেতে পারি। শ্রীরামকৃষ্ণ ( শরৎকে দেখাইয়া ) । ও যেতে পারে । শরৎ কিয়ৎক্ষণ পরে দক্ষিণেশ্বরমন্দিরে মুহুরী শ্ৰীযুক্ত ভোলানাথ মুখোপাধ্যায়ের নিকট হইতে তেল আনিতে যাত্রা করিলেন । ঠাকুর শুইয়া আছেন। ভক্তেরা নিঃশব্দে বসিয়া আছেন। ঠাকুর হঠাৎ উঠিয়া বসিলেন । নরেন্দ্রকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন।