পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশীপুর । নরেন্দ্র, লাটু, শশী প্রভৃতি ভক্তসঙ্গে। ৩৩৫ আসিবার কথা, ও এখানে আসিয়া প্রসাদ পাইতে, বলিলেন । ঠাকুর ইসারা করিয়া বলিতেছেন—“এখানে আসতে বলবে ;— দুদিন থাকবে ;—কোলের ছেলেটকে যেন নিয়ে আসে ;—আর এখানে এসে খাবে ।" মণি । যে আজ্ঞা । খুব ঈশ্বরে ভক্তি হয়, তা হলে বেশ হয়। শ্রীরামকৃষ্ণ ইসারা করিয়া বলিতেছেন—“উহুঃ—(শোক) ঠেলে দেয় ( ভক্তিকে ) । আর এত বড় ছেলে । “কষত্তকিশোরের ভবনাথের মত দুই ছেলে । দুটো আড়াইটে পাশ ! মারা গেল। অতো বড় জ্ঞানী !—প্রথম প্রথম সামলাতে পারলে না । আমায় ভাগ্যিস্ ঈশ্বর দেন নি । “অঙ্কু ন অত বড় জ্ঞানী। সঙ্গে কৃষ্ণ। তবু অভিমনু্যর শোকে একবারে অধীর । কিশোৱা আসে না কেন ? একজন ভক্ত । সে রোজ গঙ্গাস্বানে খায় । শ্রীরামকৃষ্ণ। এখানে আসে না কেন ? ভক্ত। ‘আজ্ঞে আসতে বলবো।’ ত্রীরামকৃষ্ণ (লাটুর প্রতি) । হরীশ আসে না কেন ? [ মেয়েদের লজ্জাই ভূষণ। পূর্বকথা—মাষ্টারের বাড়ীতে শুভাগমন । ] মাষ্টারের বাটীর নয় দশ বছরের দুটা মেয়ে ঠাকুরের কাছে কাশীপুর বাগানে আসিয়া দুর্গানাম জপ সদা’, ‘মজলে আমার মন ভ্রমরা ইত্যাদি গান শুনাইতেছিল । ঠাকুর যখন মাষ্টারের শ্যামপুকুর তেলিপাড়ার বাটতে শুভাগমন করেন (২০ অক্টোবর ১৮৮৪ ; ১৫ই কাৰ্ত্তিক, বৃহস্পতিবার, উত্থান একাদশীর দিন), তখন এই দুটা মেয়ে ঠাকুরকে গান শুনাইয়াছিল। ঠাকুর গান শুনিয়া অতিশয় সস্তুষ্ট হইয়াছিলেন । যখন ঠাকুরের কাছে কাশীপুর বাগানে আজ তাহার উপরে,গান গাইতেছিল, ভক্তের নীচে হইতে শুনিয়াছিলেন । র্তাহার আবার তাহাদের নীচে ডাকাইয়া গান শুনিলেন । ক্রীরামকৃষ্ণ ( মাষ্টারের প্রতি ) ৷ তোমার মেয়েদের আর গান শিখিও না । আপনা আপনি গায় সে এক । যার তার কাছে গাইলে BBBS SBB BBBS DDBSJeBBYBBDD DB DDDB BBDS