পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশীপুর। নরেন্দ্রাদি ভক্তসঙ্গে। ○○。 বালাই যাই রে! গোঁর আমার নাচে দুই বাহু তুলে ! কীৰ্ত্তন সমাপ্ত হইল । সুরেন্দ্র ভাববিষ্টপ্রায় গাইতেছেন— গান—তমা মাৱ পাগল বাবা, পাগলী আ মাৰুর মা । আমি তাদের পাগল ছেলে, আমার মায়ের নাম শ্যাম ৷ বাবা বব বম বলে, মদ খেয়ে মা গায়ে পড়ে ঢলে, শ্যামার এলো কেশ দোলে ; রাঙ্গা পায়ে ভ্রমর গাজে, ঐ নূপুর বাজে শুন না। তৃতীয় পরিচ্ছেদ । [ নরেন্দ্র ও ঈশ্বরের অস্তিত্ব । ভবনাথ । পুর্ণ। সুরেন্দ্র । ] ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া হীরানন্দ গাড়ীতে উঠিতেছেন । গাড়ীর কাছে নরেন্দ্র, রাখাল দাড়াইয় তাহার সহিত মিষ্টালাপ করিতেছেন । বেলা দশটা । হীরানন্দ আবার কাল আসিবেন । সে সকল কথা শ্ৰীকথামৃত, দ্বিতীয় ভাগ, সপ্তবিংশ খণ্ডে বিবৃত আছে। আজ বুধবার, ৯ই বৈশাখ, চৈত্র কৃষ্ণা তৃতীয়া। ২১এপ্রেল, ১৮৮৬। নরেন্দ্র উদ্যানপথে বেড়াইতে বেড়াইতে মণির সহিত কথা কহিতেছেন। বাটীতে মা ও ভাইদের বড় কষ্ট—এখনও সুবন্দোবস্ত করিয়া দিতে পারেন নাই । তজ্জস্য চিন্তিত আছেন । নরেন্দ্র। বিদ্যাসাগরের ইস্কুলের কৰ্ম্ম আর আমার দরকার নাই । গয়াতে যাব মনে করেছি। একটা জমীদারীর ম্যানেজারের কৰ্ম্মের -৭৮, এক জন বলেছে ! ঈশ্বর টীশ্বর নাই ! মণি (সহস্তে)। সে তুমি এখন বলছ, পরে বলবে না। Scepticism *H also osco go stage ; go of stage পার হলে, আরও এগিয়ে পড়লে, তবে ভগবানকে পাওয়া যায়,— পরমহংসদেব বলেছেন । নরেন্দ্র । যেমন গাছ দেখছি, অমনি করে কেউ ভগবানকে দেখেছে ? মণি । হা, ঠাকুর দেখেছেন। নরেন্দ্র । সে মনের ভুল হতে পারে।