পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\O88 শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত 1 [1887, 2 Ist February. ও বিল্বপত্র আহরণ করা হইল। পূজান্তে হোম হইবে। সন্ধ্যা হইয়াছে। ঠাকুরঘরে ধূনা দিয়া শশী অন্যান্য ঘরেও ধূনা লইয়া গেলেন । প্রত্যেক দেবদেবীর পটের কাছে প্রণাম করিয়া অতি ভক্তিভরে নাম উচ্চারণ করিতেছেন । “শ্ৰীশ্ৰী গুরুদেবায় নমঃ । শ্ৰী শ্ৰীকালিকায়ৈ নমঃ । শ্ৰীশ্ৰীজগন্নাথ স্বভদ্রা-বলরামেভ্যো নমঃ ! শ্ৰীশ্ৰীষড়ভুজায় নমঃ ! শ্ৰীশ্রীরাধাবল্লভায় নমঃ । শ্রীনিত্যানন্দায়, শ্রীঅদ্বৈতীয়, শ্ৰী ভক্তেভ্যো নমঃ । শ্ৰীগোপালায়, শ্ৰীশ্ৰীযশোদায়ৈ নমঃ । শ্রীরামায়, শ্ৰীলক্ষণায়, ঐবিশ্বামিত্রায় নমঃ ! মচের বেলতলাক্স শিবপুজার আয়োজন । রাত্রি নয়টা। এইবার প্রথম পূজা হইবেক । সাড়ে এগারটার সময় দ্বিতীয় পূজা। চারি প্রহরে চার পূজা। নরেন্দ্র, রাখাল, শরৎ, কালী, সিতির গোপাল প্রভৃতি মঠের ভাইরা সকলেই বেলতলায় উপস্থিত। ভূপতি ও মাষ্টারও আছেন। মঠের ভাইদের মধ্যে এক জন পূজা করিতেছেন। কালী গীতা পাঠ করিতেছেন। সৈন্যদর্শন,-—সাস্থ্য-যোগ,—কৰ্ম্মযোগ | পাঠের মধ্যে মধ্যে নরেন্দ্রের সহিত কথা ও বিচার হইতেছে । কালী । আমিই সব । আমি স্থষ্টি, স্থিতি, প্রলয় করছি। নরেন্দ্র। আমি স্বষ্টি করছি কই ? আর এক শক্তিতে আমায় করাচ্ছে । এই নানা কাৰ্য্য,—চিন্তা পৰ্য্যন্ত,—তিনি করাচ্ছেন। মাষ্টার (স্বগত)। ঠাকুর বলেন, যতক্ষণ আমি ‘ধ্যান করছি এই বোধ,ততক্ষণ ও আচ্ছাশক্তির এলাকা! শক্তি মা-তেই হবে। কালী নিস্তব্ধ হইয়া কিয়ৎক্ষণ চিন্তা করিতেছেন। তার পর বলিভে ছেন—“কাৰ্য্য যা বল্লে, ও সব মিথ্যা --চিন্তা আদপেই হয় নাই—ও সব মনে কল্লে হাসি পায়—” । নরেন্দ্র। “সোহহং” বললে যে ‘আমি বোঝায়, সে এ আমি-নয় । মন, দেহ, এ সব বাদ দিলে যা থাকে, সেই “আমি” ৷ গীতাপাঠান্তে কালী শান্তিবাদ করিতেছেন-শান্তিঃ ! শান্তিঃ ! শান্তি । ከተ এইবার নরেন্দ্রাদি ভক্তেরা সকলে দণ্ডায়মান হইয়া নৃত্য গীত করিতে রতে বিহুমূল বার বার পরিক্রমণ করিতেছেন। মাঝে মাঝে সমস্বরে