পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বরাহনগর মঠ। বেলতলায় ৮শিবপূজা । S)8(? ‘শিব গুরু ! শিব গুরু !" এই মন্ত্র উচ্চারণ করিতেছেন । গভীর রাত্রি। কৃষ্ণপক্ষের চতুদশী তিথি । চারি দিক অন্ধকার ! জীব জন্তু সকলই নিস্তব্ধ ! গৈরিক-বস্ত্রধারী, এই কৌমার-বৈরাগ্যবান ভক্তগণের কণ্ঠে উচ্চা রিত—“শিবগুরু ! শিবগুরু !" এই মহামন্ত্রধ্বনি মেঘগম্ভীর রবে অনন্ত আকাশে উঠিয়া অখণ্ড সচিদানন্দে লীন হইতে লাগিল । পূজা সমাপ্ত হইল। অরুণোদয় হয় হয়। নরেন্দ্রাদি ভক্তগণ ব্রাহ্মমুহূৰ্ত্তে গঙ্গাস্নান করিলেন । সকাল হইল। স্নানান্তে ভক্তগণ মঠে ঠাকুরঘরে গিয়া ঠাকুরকে প্রণামানন্তর দানাদের ঘরে (অর্থাৎ বৈঠকখানা ঘরে) ক্রমে ক্রমে আসিয়া একত্রিত হইতেছেন। নরেন্দ্র সুন্দর নব গৈরিক বস্ত্র ধারণ করিয়াছেন। বসনের সৌন্দর্ঘ্যের সঙ্গে তাহার মুখের ও দেহের তপস্যাসস্তুত অপূৰ্ব্ব স্বৰ্গীয় পবিত্র জ্যোতিঃ মিশাইয়াছে। বদনমণ্ডল তেজঃপরিপূর্ণ আবার প্রেমানুরঞ্জিত ! যেন অখণ্ড সচ্চিদানন্দ-সাগরের একটা ফুট জ্ঞানভক্তি শিখাইবার জন্য দেব-দেহ ধারণ করিয়াছেন—অবতার-লীলায় সহায়তার জন্য। যে দেখিতেছে, সে আর চক্ষু ফিরাইতে পারিতেছে ন ! নরেন্দ্রের বয়ঃক্রম ঠিক চতুৰ্বিবংশতি বৎসর। ঠিক এই বয়সে শ্রীচৈতন্য সংসার ত্যাগ করিয়াছিলেন । - ভক্তদের পারণের জন্য শ্ৰীযুক্ত বলরাম তাহার বাট হইতে ফল মিষ্টান্নাদি পূর্বদিনেই ( শিবরাত্রির দিনে) পাঠাইয়াছেন। রাখাল প্রভৃতি দু একটা ভক্তসঙ্গে নরেন্দ্র ঘরে দাড়াইয়া দাড়াইয়৷ কিঞ্চিৎ জলযোগ করিতেছেন। একটী দুটা খাইয়াই আনন্দ করিতে করিতে বলিতেছেন, ধন্য বলরাম!’ ‘ধন্য বলরাম!’ ( সকলের হাস্য । ) এইবার নরেন্দ্র বালকের ন্যায় রহস্ত করিতেছেন। রসগোল্লা মুখে করিয়া একবারে স্পদহীন । চক্ষু নিমেষশূন্য ! নরেন্দ্রের অবস্থা দেখিয় একজন ভক্ত ভাণ করিয়া তাহাকে ধারণ করিলেন–পাছে পড়িয়া যান। _ কিয়ৎক্ষণ পরে নরেন্দ্ৰ—(রসগোল্লা মুখে রহিয়াছে )—চোখ চাহিয়া বলিতেছেন, ‘আমি—-ভাল—আছি ! ( সকলের উচ্চহাস্ত । ) মাষ্টার প্রভৃতিকে সিদ্ধি ও ৩/প্রসাদ মিষ্টান্ন বিতরণ করা হইল । ... ... তুটি দেখিতেছেন। ভক্তেরা জয়ধ্বনি করিতেছেন— জিক্স গুরু মহারাজ ! জক্স গুরু মহাপ্লাজ ।