পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ગ ૨ àäätofoss ( [1883, 1st January. হইল। শ্রীরামকৃষ্ণ জগৎমাতার নাম করিতেছেন ও খাটটতে উপবিষ্ট হইয়া তাহার চিন্তা করিতেছেন । ঠাকুরবাড়ীতে এইবার আরতি হইতেছে। যাহারা এখনও পোস্তার উপর বা পঞ্চবটী মধ্যে পাদচারণ করিতেছেন তাহারা দূর হইতে আরতির মধুর ঘণ্টানিনাদ শুনিতেছেন। জোয়ার আসিয়াছে, --ভাগীরথী কুলকুল শব্দ করিয়া উত্তরবাহিনী হইতেছেন। আরতির মধুর শব্দ এই কুলকুল শব্দের সঙ্গে মিশ্রিত হইয়া আরও মধুর হইয়াছে। এই সকলের মধ্যে প্রেমোন্মত্ত ঠাকুর ত্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। সকলই মধুর । হৃদয় মধুময় ! মধু, মধু, মধু ! fast= =tee ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল, রাম, নৃত্যগোপাল চৌধুরী প্রভৃতি ভক্তসঙ্গে । প্রথম পরিচ্ছেদ । [ নির্জনে সাধন । Philosophy | ঈশ্বর দর্শন । ] ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে মধ্যাঙ্গে সেবার পর ভক্তসঙ্গে বসিয়া আছেন। আজ ২৫ শে ফেব্রুয়ারী, ১৮৮৩। রাখাল, হরীশ, লাটু, হাজরা আজকাল ঠাকুরের পদছায়ায় সর্বদ বাস করিতেছেন । কলিকাতা হইতে রাম, কেদার, নিত্যগোপাল, মাস্টার প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন। আর চৌধুরী আসিয়াছেন। চৌধুরীর সম্প্রতি পত্নী-বিয়োগ হইয়াছে। মনের শান্তির জন্য তিনি ঠাকুরকে দর্শন করিতে কয়বার আসিতেছেন। তিনি চারটা পাশ করিয়াছেন --রাজ সরকারে কাজ করেন।