পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । > సె కాన్హాe(ఆఆ | নদনবাগান ব্রাহ্মসমাজে রাখাল, মাষ্টার প্রভৃতি ভক্তসঙ্গে । প্রথম পরিচ্ছেদ। [ শ্ৰীমন্দিরদর্শন ও উদ্দীপন । শ্রীরাধার প্রেমোন্মাদ । ] ঠাকুর শ্রীরামকৃষ্ণ নন্দনবাগান ব্রাহ্মসমাজ-মন্দিরে ভক্তসঙ্গে বসিয়া আছেন। ব্রাহ্মভক্তদের সহিত কথা কহিতেছেন। সঙ্গে রাখাল, মাষ্টার প্রভৃতি আছেন । বেল পাঁচটা হইবে । ভকাশীশ্বর মিত্রের বাড়ী নন্দনবাগানে। তিনি পূর্বে সদরওয়াল ছিলেন। আদি ব্রাহ্মসমাজভুক্ত ব্ৰহ্মজ্ঞানী। তিনি নিজের বাড়ীতেই দ্বিতলায় বৃহৎ প্রকোষ্ঠ-মধ্যে ঈশ্বরের উপাসনা করিতেন, আর ভক্তদের নিমন্ত্রণ করিয়া মাঝে মাঝে উৎসব করিতেন । তাহার স্বগারোহণের পর শ্ৰীনাথ, যজ্ঞনাথ প্রভৃতি তাহার পুত্ৰগণ কিছুদিন ঐন্ধপ উৎসব করিয়াছিলেন। তাহারাই ঠাকুরকে অতি যত্ন করিয়৷ নিমন্ত্ৰণ করিয়া আনিয়াছেন। ঠাকুর প্রথমে আসিয়া নীচে একটি বৈঠকখানা ঘরে আসন গ্রহণ করিয়াছিলেন । সে ঘরে ব্রাহ্মভক্তগণ ক্রমে ক্রমে আসিয়া একত্রিত হইয়াছিলেন। শ্ৰীযুক্ত রবীন্দ্র (ঠাকুর) প্রভৃতি ঠাকুরবংশের ভক্তগণ এই উৎসবক্ষেত্রে উপস্থিত ছিলেন । আহ্ ত হইয়৷ ঠাকুর ভক্ত সঙ্গে দ্বিতলায় উপাসনামন্দিরে গিয়া উপবেশন করিলেন। উপাসনার গৃহের পূর্বধরে বেদী রচনা হইয়াছে। দক্ষিণপশ্চিম কোণে একটা ইংরাজী বাদ্যযন্ত্র রহিয়াছে (piano)। ঘরের উত্তরাংশে কয়েকখানি চেয়ার পাত আছে। তাহারই পূর্ব ধারে দ্বার আছে—অন্তঃপুরে যাওয়া যায়। সন্ধার সময় উৎসবের উপাসনা আরম্ভ হইবে । আদি ব্রাহ্মসমাজের ঐযুক্ত ভৈরব বন্দ্যোপাধ্যায় দু একট ভক্তসঙ্গে বেদীতে বসিয়া উপাসন কাৰ্য্য সম্পন্ন করিবেন।