পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミo শ্ৰী শ্রীরামকৃষ্ণকথামৃত । [ 1883, 2nd May. গ্রীষ্মকাল—আজ বুধবার, চৈত্র কৃষ্ণ দশমী তিথি। ব্রাহ্মভক্তের অনেকে নীচের বৃহৎ প্রাঙ্গণে বা বারান্দায় বেড়াইতেছেন। শ্ৰীযুক্ত জানকী ঘোষাল প্রভৃতি কেহ কেহ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে উপাসন গৃহে আসিয়া আসন গ্রহণ করিয়াছেন। তাহার মুখে ঈশ্বরীয় কথা শুনিবেন। ঘরে প্রবেশ করিবামাত্র বেদীর সম্মুখে ঠাকুর প্রণাম করিলেন। আসন গ্রহণ করিয়া রাখাল, মাষ্টার প্রভৃতিকে কহিতেছেন— “নরেন্দ্র আমায় বলেছিল, ‘সমাজ মন্দির প্রণাম করে কি হয় ? “মন্দির দেখলে তাকেই মনে পড়ে —উদ্দীপন হয় । যেখানে তার কথা হয় সেইখানে তার আবির্ভাব হয়,—আর সকল তীর্থ উপস্থিত হয় । এ সব জায়গা দেখলে ভগবামকেই মনে পড়ে । “এক জন ভক্ত বাবলা গাছ দেখে ভাববিষ্ট হয়েছিল !—এই মনে করে যে এই কাঠে ঠাকুর রাধাকান্তের বাগানের জন্য কুণ্ডলের বঁটি হয়। “এক জন ভক্তের এরূপ গুরুভক্তি যে গুরুর পাড়ার লোককে দেখে ভাবে বিভোর হয়ে গেল ! “মেঘ দেখে—নীলবসন দেখে—-চিত্ৰপট দেখে --শ্ৰীমতীর কৃষ্ণের উদ্দীপন হ’তো ! তিনি এই সব দেখে উন্মত্তের দ্যায় ‘কোথায় কৃষ্ণ !’ বলে ব্যাকুল হতেন । ঘোষাল । উন্মাদ ত ভাল নয় । শ্রীরামকৃষ্ণ । সে কি গো ! একি বিষয়চিন্ত করে উন্মাদ, যে অচৈতন্য হবে ? এ অবস্থা যে ভগবান চিন্ত করে হয় ? প্রেমোন্মাদ– জ্ঞানোন্মাদ —কি শুনো নাই ? উপায় । ঈশ্বরকে ভালবাসা ও ছয়রিপু মোড় ফিরানো । ] একজন ব্রাহ্মভক্ত। কি উপায়ে তাকে পাওয়া যায় ? শ্রীরামকৃষ্ণ । তার উপর ভালবাস —আর এই সদাসবিদ বিচার—ঈশ্বরই সত্য জগৎ অনিত্য | “অশ্বথই সত্য—ফল দুদিনের জন্য । ব্রাহ্মভক্ত। কাম, ক্রোধ, রিপু, রয়েছে, কি করা যায় ? Co. খ্রীরামকৃষ্ণ । ছয় রিপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও ।