পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐত্রীরামকৃষ্ণকথামৃত | শ্ৰীশ্রীরামকৃষ্ণেজয়তি । স্থিতপ্রজ্ঞস্ত কা ভাষা সমাধিস্থস্ত কেশব । স্থিতধীঃ কিং প্রভাষেত কিমাসীত ব্ৰজেত কিম । ( গীতা, ২ অঃ ; ৫৪ । ) পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান । পুরুষং শাশ্বতং দিব্যমাদিদেবমজং বিভূম ॥ আহুস্বামৃষয়: সর্বের্ব দেবর্ষি নারদস্তথা । অসিতো দেবলো ব্যাসঃ স্বয়ং চৈব ব্ৰবীষি মে ॥ ( গীতা, ১ •অঃ ; ১২,১৩ । ) ഘ=ഞ്ചജമ ഭാ 0 শ্ৰীশ্ৰীগুরুদেব শ্ৰীপাদপদ্মভরসা । পূজা ও নিবেদন । যা দেবী সৰ্ব্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিত। নমস্তস্তৈ নমস্তস্তৈ নমস্তস্তৈ নমো নমঃ ॥ মা, শ্ৰীশ্ৰীদুৰ্গাপূজা আবার উপস্থিত। আজ নবম্যাদি করারম্ভ। আমাদের নৈবেদ্য গ্রহণ কর। শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত চতুর্থ ভাগ, এবারের নৈবেদ্য । মা, তোমার ও বাবার আশীৰ্ব্বাদে ঐকথামৃত আবার প্রকাশিত হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অদ্ভূত চরিত্রের তেত্রিশ খানি চিত্র ইহাতে সন্নিবেশিত আছে । ভগবদ্ভক্তগণ ধ্যান করিবেন। ভক্তদের জন্য এবারে একটি বিশেষ শুভসংবাদ আছে । ঠাকুর বলিতেছেন, "ম, এখানে শাল্ল। অস্তিৱিক চালে আসবে তার ক্ষোলন সিনদক হক্স’ । (২২২ পৃষ্ঠা) এই শুভ অঙ্গীকারবাণী ভক্তদের ৰেন সদা স্মরণ থাকে। এবার ভক্তসমাগমকথা অনেক আছে। ছোট নরেন, পূর্ণ, নারা’ণ প্রভৃতি শেষের ছোকরা ভক্তদিগের জন্ত ব্যাকুলতা ; নরেন্দ্রের প্রতি পুনঃ পুনঃ সন্ন্যাসের উপদেশ ; অধরকে চাকরী হইতে নিবৃত্তির উপদেশ ; yজন্মাষ্টমীদিবসে গিরীশের স্তব ও তাহার প্রতি ঠাকুরের উৎসাহ বাণী—এই সকল চিত্র ভক্তেরা ধ্যান করিবেন, সন্দেহ নাই।