পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wo)e ঐ ীিরামকৃষ্ণকথামৃত । [ 1883, 18th June. নবদ্বীপ। ঘরে শাস্ত্র পড়ে। এদেশে বেদ এক রকম পাওয়াই যেত না । মোক্ষমূলর ছাপালেন তাই তবু লোকে পড়ছে। । [ পাণ্ডিত্য ও শাস্ত্র । শাস্ত্রের সার যেনে নিতে হয়। ] শ্রীরামকৃষ্ণ । বেশী শাস্ত্র পড়াতে আরও হানি হয়। “শাস্ত্রের সার জেনে নিতে হয় । তার পর আর গ্রন্থের কি দরকার। “সার টুকু জেনে ডুব মারতে হয়—ঈশ্বর লাভের জন্য ! “আমায় মা জানিয়ে দিয়েছেন বেদান্তের সার–ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। গীতার সার,—দশবার গীতা বল্লে যা হয়, অর্থাৎ ত্যাগী, “ত্যাগী। নবদ্বীপ । ‘ত্যাগী ঠিক হয় না, তাগী হয়। তা’হলেও সেই মানে । তৰ্গ ধাতু ঘঞ = তাগ;—তার উত্তর ইন প্রত্যয়—তাগী । “ত্যাগী’ মানেও যা তাগী মানে ও তাই । শ্রীরামকৃষ্ণ । গীতার সার মানে—হে জীব, সব ত্যাগ করে ভগবানকে পাবার জন্য সাধন কর। নবদ্বীপ । ত্যাগ করবার মন কই হচ্ছে ? শ্রীরামকৃষ্ণ । তোমরা গোস্বামী, তোমাদের ঠাকুর সেবা আছে — তোমাদের সংসার ত্যাগ করলে চলবে না । তা হলে ঠাকুর সেবা কে করবে ? তোমরা মনে ত্যাগ করবে । “তিনিই লোকশিক্ষার জন্য তোমাদের সংসারে রেখেছেন—তুমি হাজার মনে করে, ত্যাগ করতে পারবে না-তিনি এমন প্রকৃতি তোমায় দিয়েছেন যে তোমার সংসারের কাজই করতে হবে । “কৃষ্ণ অৰ্জ্জুনকে বলছেন—তুমি যুদ্ধ করবো না কি বলছে। —তুমি ইচ্ছা করলেই যুদ্ধ থেকে নিবৃত্ত হতে পারবে না ! তোমার প্রকৃতিতে তোমায় যুদ্ধ করাবে! [ সমাধিস্থ শ্রীরামকৃষ্ণ । গোস্বামীর যোগ ও ভোগ । ] শ্ৰীকৃষ্ণ অৰ্জ্জুনের সহিত কথা কহিতেছেন—এই কথা বলিতে বলিতে ঠাকুর আবার সমাধিস্থ হইতেছেন ! দেখিতে দেখিতে সমস্ত স্থির –চক্ষু পলকশূন্য। নিশ্বাস বহিতেছে কি না বহিতেছে,— বুঝা যায় না।