পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । لانك (كيه চতুথ ভাগ—সভল খণ্ড । (C ہے۔صبح سے سمصمم- ۔ দক্ষিণেশ্বরে গুরুরূপী শ্রীরামকৃষ্ণ অন্তরঙ্গসঙ্গে । প্রথম পরিচ্ছেদ । প্ৰহলাদচরিত্র শ্রবণ ও ভাবাবেশ । ঘোষিৎসঙ্গ নিন্দ ] ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে সেই পূর্ব পরিচিত ঘরে মেজেতে বসিয়া প্ৰহলাদচরিত্র শুনিতেছেন। বেল ৮টা হইবে । শ্ৰীযুত রামলীল ভক্ত মাল গ্রন্থ হইতে প্ৰহলাদচরিত্র পড়িতেছেন। আজ শনিবার, অগ্রহায়ণ কৃষ্ণ প্রতিপদ ; ১৫ ডিসেম্বর ১৮৮৩ খৃষ্টাব্দ। মণি দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে তাহার পদছায়ায় বাস করিতেছেন ;– তিনি ঠাকুরের কাছে বসিয়া প্ৰহলাদচরিত্র শুনিতেছেন। ঘরে শ্ৰীযুক্ত রাখাল, লাটু, হরিশ ; কেহ বসিয়া শুনিতেছেন, কেহ যাতায়াত করিতেছেন । হাজরা বারাণ্ডায় আছেন । ঠাকুর প্রহ্লাদচরিত্র কথা শুনিতে শুনিতে ভাবাবিষ্ট হইতেছেন। যখন হিরণ্যকশিপু বধ হইল, নৃসিংহের রৌদ্রমূৰ্ত্তি দেখিয়া ও সিংহনাদ শুনিয়া ব্ৰহ্মাদি দেবতার প্রলয়াশঙ্কায় প্রঙ্গলাদকেই নৃসিংহের কাছে পাঠাইয়া দিলেন । প্ৰহলাদ বালকের ন্যায় স্তব করিতেছেন ভক্তবৎসল স্নেহে প্ৰহলাদের গা চাটিতেছেন । ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, আহ ! আহা ! ভক্তের উপর কি ভালবাস ! বলিতে বলিতে ঠাকুরের ভাব সমাধি হইল । স্পন্দহীন,–চক্ষের কোণে প্রেম শ্রী । ভাব উপশমের পর ঠাকুর ছোট খাট খানিতে গিয়া বসিয়াছেন । মণি মেজের উপর তাহার পাদমূলে বসিলেন । ঠাকুর তাহার সঙ্গে কথা কহিতেছেন । ঈশ্বরের পথে থাকিয়া যাহারা স্ত্রী-সঙ্গ করে তাহদের ঠাকুর ক্রোধ ও ঘৃণা প্রকাশ করিতেছেন । শ্রীরামকৃষ্ণ । লজ্জা হয় না –ছেলে হয়ে গেছে আবার স্ত্রী-সঙ্গ ! ঘৃণা করে না –পশুদের মত ব্যবহার ; নাল, রক্ত, মল, মূত্র এ সব (لي