পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

O8 #3\aposotiss I [ 1883, 15th December. ঘৃণা করেন ! যে ভগবানের পাদ-পদ্ম চিন্তা করে, তার পরমাসুন্দরী রমণী চিতার ভস্ম বলে বোধ হয়। যে শরীর থাকবে না—যার ভিতর কৃমি, ক্লেদ, শ্লেষ্মা, যত প্রকার অপবিত্র জিনিস—সেই শরীর নিয়ে আনন্দ । লজ্জা হয় না । r * * [ ঠাকুরের প্রেমানন্দ ও মা কালীর পূজা । ] মণি চুপ, করিয়া হেঁট মুখ হইয়া আছেন। ঠাকুর ত্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন— শ্রীরামকৃষ্ণ । তার প্রেমের এক বিন্দু যদি কেউ পায় কামিনীকাঞ্চন অতি তুচ্ছ বলে বোধ হয়। মিছিরির পান পেলে চিটে গুড়ের পানা তুচ্ছ হ’য়ে যায়। র্তাকে ব্যাকুল হ’য়ে প্রার্থন করলে, তার নাম গুণ সৰ্ব্বদা কীৰ্ত্তন করলে,—র্তার উপর সেই ভালবাসা ক্রমে হয় । এই বলিয়া ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া ঘরের মধ্যে নাচিয় বেড়াইতে লাগিলেন ও গান গাইতে লাগিলেন ।— গান—স্বরধনীর তীরে হরি বলে কে, বুঝি প্রেম দাতা নিতাই এসেছে ( নিতাই নৈলে প্রাণ জুড়াবে কিসে ! ) প্রায় ১০টা বাজে শ্ৰীযুত রামলাল কালীঘরে মা কালীর নিত্য পূজা সাঙ্গ করিয়াছেন । ঠাকুর মাকে দর্শন করিবার জন্য কালীঘরে যাইতেছেন । মণি সঙ্গে আছেন । মন্দিরে প্রবিষ্ট হইয়া ঠাকুর আসনে উপবিষ্ট হইলেন । দুই একটি ফুল মার চরণে দিলেন। নিজের মাথায় ফুল দিয়া ধ্যান করিতেছেন । এইবার গীতচ্ছলে মার স্তব করিতেছেন। গান—ভবদারা ভয়হর নাম শুনেছি তোমার। তাইতে এবার দিয়েছি ভার, তারো তারে না তারো মা ৷ ঐকথামৃত, ৩য় ভাগ, ৪০ পৃষ্ঠা । ঠাকুর কালীঘর হইতে ফিরিয়া আসিয়া তার ঘরের দক্ষিণ পূর্ব বারাণ্ডায় বসিয়াছেন । বেলা ১০টা হইবে । এখনও ঠাকুরদের ভোগ ও ভোগারতি হয় নাই। মা কালী ও রাধাকান্তের প্রসাদি মাখন ও ফল মুল হইতে কিছু লইয়া ঠাকুর জলযোগ করিয়াছেন । রাখাল প্রভৃতি ভক্তেরাও কিছু কিছু পাইয়াছেন।