পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। রাখাল, মাষ্টার, লাটু প্রভৃতি ভক্তসঙ্গে। ৩৫ ঠাকুরের কাছে বসিয়া রাখাল Smiles? Self-Help পড়িতেছেন, —Lord Erskine to fol I নিষ্কাম কৰ্ম্ম । পুর্ণজ্ঞানী গ্রন্থ পড়ে না । ] শ্রীরামকৃষ্ণ (মাষ্টারের প্রতি ) । ওতে কি বলছে ? মাষ্টার। সাহেব ফলাকাঙক্ষ না করে কৰ্ত্তব্য কৰ্ম্ম করতেন,—এই কথা বলছে । নিষ্কাম কৰ্ম্ম । স্ত্রীরামকৃষ্ণ। তবে ত বেশ! কিন্তু পূর্ণ জ্ঞানের লক্ষণ–এক খানাও পুস্তক সঙ্গে থাকবে না। যেমন শুকদেব—র্তার সব মুখে । “বইয়ে—শাস্ত্রে—বালিতে চিনিতে মিশেল আছে। সাধু চিনিটুকু ল’য়ে বালি ত্যাগ করে। সাধু সার গ্রহণ করে। শুকদেরাদির নাম করিয়া ঠাকুর কি নিজের অবস্থা ইঙ্গিত করিয়া বুঝাইতেছেন ? বৈষ্ণবচরণ কীৰ্ত্তনিয়া আসিয়াছেন। তিনি স্থবোলমিলন কীৰ্ত্তন শুনাইলেন । কিয়ৎক্ষণ পরে শ্ৰীযুত রামলাল থালায় করিয়া ঠাকুরের জন্য প্রসাদ আনিয়া দিলেন। সেবার পর—ঠাকুর কিঞ্চিৎ বিশ্রাম করিলেন। রাত্রে মণি নবতে শয়ন করিলেন । শ্ৰীশ্ৰীমা যখন দক্ষিণেশ্বরমন্দিরে ঠাকুরের সেবার জন্য আসিতেন তখন এই নবতেই বাস করিতেন। কয়েক মাস হইল তিনি কামারপুকুরে শুভাগমন করিয়াছেন। দ্বিতীয় পরিচ্ছেদ। [ শ্রীরাখাল, লাটু, জনাইয়ের মুখুয্যে প্রভৃতি ভক্তসঙ্গে । ] ঠাকুর স্ত্রীরামকৃষ্ণ মণির সঙ্গে পশ্চিমের গোল বারাণ্ডায় বসিয়া আছেন। সম্মুখে দক্ষিণবাহিনী ভাগীরথী। কাছেই করবী, বেল, জুই, গোলাপ, কৃষ্ণচুড়া প্রভৃতি নানাকুহুমবিভূষিত পুষ্পবৃক্ষ। বেলা ১০টা হইবে। * .* আজ রবিবার, অগ্রহায়ণ কৃষ্ণা দ্বিতীয়া, ১৬ই ডিসেম্বর ১৮৮৩