পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ડેઝ শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত is 1883, 16th December. মুখুয্যে (সহস্তে) । তার আবার ইচ্ছা কি ? তার কি কিছু অভাব শ্রীরামকৃষ্ণ (সহস্তে )। তাতেই বা দোষ কি ? জল স্থির থাকলেও জল,—তরঙ্গ হলেও জল । । - g [ জীবজগৎ কি মিথ্য ? ] “সাপ চুপ করে কুণ্ডলী পাকিয়ে থাকলেও সাপ,—আবার তির্যাক্গতি হয়ে একে বেঁকে চললেও সাপ। “বাবু যখন চুপ করে আছে তখনও যে ব্যক্তি,—যখন কাজ করছে তখনও সেই ব্যক্তি । 粤 “জীব জগৎকে বাদ দেবে কেমন করে,—তাহলে যে ওজনে কম পড়ে ! বেলের বীচি, খোলা, বাদ দিলে সমস্ত বেলের ওজন পাওয়া যায় না । “ব্রহ্ম নির্লিপ্ত। বায়ুতে সুগন্ধ দুগন্ধ পাওয়া যায়, কিন্তু বায়ু নিলিপ্ত। ব্রহ্ম আর শক্তি অভেদ । সেই আদ্যশক্তিতেই জীব জগৎ হয়েছে । [ সমাধিযোগের উপায়—ক্রন্দন । ভক্তিযোগ ও ধ্যানযোগ । ] মুখুয্যে । কেন যোগভ্ৰষ্ট হয় । শ্রীরামকৃষ্ণ । “গর্ভে ছিলাম যোগে ছিলাম, ভূমে পড়ে খেলাম মাটী। ওরে ধাত্রীতে কেটেছে নাড়ী, মায়ার বেড়া কিসে কাটি ॥” “কামিনী কাঞ্চনই মায় । মন থেকে ঐ দুটি গেলেই ক্ষোগ আত্মা-পরমাত্মা চুম্বক পাথর, জীবাত্মা যেন একটি ছুচ,—তিনি টেনে নিলেই যোগ । কিন্তু ছুচে যদি মাটীমাখা থাকে চুম্বকে টানে না,— মাটী সাফ করে দিলে আবার টানে । “কামিনীকাঞ্চন মাটী পরিস্কার করতে হয় । মুখুয্যে । কিরূপে পরিষ্কার হয় ? স্ত্রীরামকৃষ্ণ । তার জন্য ব্যাকুল হয়ে কঁদো—সেই জল মাটিতে লাগলে ধুয়ে ধুয়ে যাবে। যখন খুব পরিষ্কার হবে তখন চুম্বকে টেনে লবে । যোগ তবেই হবে ।