পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8२ àäätszootoss | [ 1883, 16th December অবতারণা করিয়াছিলেন ঠাকুর আবার সেই কথাই কহিতেছেন । । [ সব চিন্ময় দশন । খাজাঞ্জির মথুরকে পত্র লেখ । ] শ্রীরামকৃষ্ণ ( মণির প্রতি ) । জগৎ মিথ্যা কেন হবে ? ও সব বিচারের কথ। । র্তাকে দর্শন হলে তখন বোঝা যায় যে তিনিই জীব জগৎ হয়েছেন । “আমায় মা কালীঘরে দেখিয়ে দিলেন যে মা-ই সব হয়েছেন । দেখিয়ে দিলেন সব চিন্ময় !—প্রতিমা চিন্ময় !—বেদী চিন্ময়:-কোশাকুশী চিন্ময় !—চৌকাট চিন্ময় –মাৰ্ব্বেলের পাথর—সব চিন্ময় ! “ঘরের ভিতর দেখি—সব যেন রসে রয়েছে । সচ্চিদানন্দ রসে । “কালীঘরের সম্মুখে একজন দুষ্টলোককে দেখলাম ;–কিন্তু তারও ভিতরে তার শক্তি জ্বল জ্বল করছে দেখলাম ! “তাইত বিড়ালকে ভোগের লুচি খাইয়েছিলাম । দেখলাম, মা-ই অনব হচ্ছেন্নছেন—বিড়াল পর্য্যন্ত ! তখন খাজাঞ্জি সেজ বাবুকে চিঠি লিখলে যে ভট্চাভিক্ত মহাশয় ভোগের লুচি বিড়ালদের খাওয়াচ্চেন। সেজ বাবু আমার অবস্থা বুঝতে । পত্রের উত্তরে লিখলে, ‘উনি যা করেন তাতে কোন কথা বোলো না ।” “র্তাকে লাভ করলে এইগুলি ঠিক দেখা যায়। তিনিই জীব, জগৎ, চতুৰ্বিংশতিতত্ত্ব, হয়েছেন। “তবে যদি তিনি ‘আমি একবারে পুছে দেন তখন যে কি হয় মুখে বলা যায় না । রামপ্রসাদ যেমন বলেছে - ‘তখন তুমি ভাল কি আমি ভাল সে তুমিই বুঝবে।’ “সে অবস্থাও আমার এক একবার হয় । “বিচার করে একরকম দেখা যায়,—আর তিনি যখন দেখিয়ে দেন। তখন আর একরকম দেখা যায় ।