পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘88 শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত। [ 1883, 17th December. [ গুরু পূর্ণ জ্ঞানী হবেন । ] | শ্রীরামকৃষ্ণ । ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। গুরুর মুখে শুনে নিতে হয়,—কি করলে তাকে পাওয়া যায় । “গুরু নিজে পূর্ণ জ্ঞানী হলে তবে পথ দেখিয়ে দিতে পারে। “পূর্ণজ্ঞান হলে বাসনা যায়,–পাঁচ বছরের বালকের স্বভাব হয়। দত্তাত্রেয় আর জড়ভরত,—এদের বালকের স্বভাব হয়েছিল । মণি। আজ্ঞে, এদের খপর আছে —আরও এদের মত কত জ্ঞানী লোক হয়ে গেছে । শ্রীরামকৃষ্ণ । ই । জ্ঞানীর সব বাসনা যায়,—যা থাকে তাতে কোন হানি হয় না । পরশমণিকে ছুলে তরবার সোণ হয়ে যায়,—তখন আর সে তরবারে হিংসার কাজ হয় না। সেইরূপ জ্ঞানীর কাম ক্রোধের কেবল ভঙ্গীটুকু থাকে। নামমাত্র। তাতে কোন অনিষ্ট হয় না । মণি । আপনি যেমন বলেন জ্ঞানী তিন গুণের অতীত হয় । সত্ত্ব রজ তমঃ, কোন গুণেরই বশ নন। এর তিন জনেই ডাকাত । শ্রীরামকৃষ্ণ । ঐ গুলি ধারণা করা চাই । মণি। পূর্ণ জ্ঞানী পৃথিবীতে বোধ হয় তিন চার জনার বেশী নাই। শ্রীরামকৃষ্ণ । কেন পশ্চিমের মঠে অনেক সাধু সন্ন্যাসী দেখা যায়। মণি । তাজ্ঞ, সে সন্ন্যাসী আমিও হতে পারি ? o শ্রীরামকৃষ্ণ এই কথায় কিয়ৎক্ষণ মণিকে এক দৃষ্টে দেখিতেছেন । শ্রীরামকৃষ্ণ ( মণির প্রতি ) ৷ কি সব ছেড়ে ? মণি । মায় না গেলে কি হবে ? মায়াকে যদি জয় না করতে পারে শুধু সন্ন্যাসী হয়ে কি হবে ? সকলেই কিয়ৎক্ষণ চুপ করিয়া আছেন । [ ত্ৰিগুণাতীত ভক্ত যেমন বালক । ] মণি । আজ্ঞা, ত্ৰিগুণাতীত ভক্তি কাকে বলে ? শ্রীরামকৃষ্ণ । সে ভক্তি হলে সব চিন্ময় দেখে । চিন্ময় শ্যাম ! চিন্ময় ধাম । ভক্তও চিন্ময় ! সব চিন্ময় ! এ ভক্তি কম লোকের হয় ।