পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। গুরুরূপী শ্রীরামকৃষ্ণের পরমহংস অবস্থা । ৫১ ৷ ’’صر মণি অবাক হইয়া ঠাকুরের এই দেবদুর্লভ অবস্থা দেখিতেছেন । ভাবিতেছেন, ঠাকুর অহেতুককৃপাসিন্ধু। র্তাহারই বিশ্বাসের জন্য— র্তাহারই চৈতন্যের জন্য।---আর জাবশিক্ষার জন্য গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই পরমহংস অবস্থা ! মণি আরও ভাবিতেছেন—“ঠাকুর বলেন, অদ্বৈত -চৈতন্য—নিত্যনন্দ । অদ্বৈতজ্ঞান হলে চৈতন্য হয়,—তবেই নিত্যানন্দ হয় । ঠাকুরের শুধু অদ্বৈতজ্ঞান নয়, --নিত্যানদের অবস্থা । জগন্মাতার প্রেমানন্দে সৰ্ব্বদাই বিভোর,—মাতোয়ারা !" হাজরা ঠাকুরের এই অবস্থা হঠাৎ দেখিয়া হাত জোড় করিয়া মাঝে মাঝে বলিতে লাগিলেন--"ধন্য । ধন্য ।” শ্রীরামকৃষ্ণ হাজরাকে বলিতেছেন—“তোমার বিশ্বাস কই ? তবে তুমি এখানে আছ যেমন জটিলে কুটিলে -লাল পোষ্টাই জন্য ।” বৈকাল হইয়াছে । মণি একাকী দেবালয়ে নির্জনে বেড়াইতেছেন । ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত অবস্থা ভাবিতেছেন । আর ভাবিতেছেন, ঠাকুর কেন বলিলেন, ‘ক্ষোভ বাসনা গেলেই এই অবস্থা !" এই গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণ কে ? স্বয়ং ভগবান কি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন ? ঠাকুর বলেন, ঈশ্বরকোট—অবতারাদি—ন হ’লে জড়সমাধি ( নির্বিকল্প সমাধি ) হ’তে নেমে আসতে পারে না । MSAMSMS SMSMTASAAL LMSASMSS দ্বিতীয় পরিচ্ছেদ । আহুস্থাংমৃষয়: সর্বে দেবর্ষির্নারদস্তথা । অসিতে দেবলে ব্যাসঃ স্বয়ঞ্চৈব ব্ৰবীষি মে ৷ গীতা । [ গুহ কথা । ] পর দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঝাউতলায় মণির সহিত একাকী কথা কহিতেছেন। বেলা আটটা হইবে । সোমবার, কৃষ্ণপক্ষের দশমী তিথি । ২৪শে ডিসেম্বর, ১৮৮৩ খৃষ্টাব্দ । আজ মণির প্রভুসঙ্গে একাদশ দিবস । শীতকাল। সূৰ্য্যদেব পূর্বকোণে সবে উঠিয়াছেন । ঝাউতলার পশ্চিমদিকে গঙ্গা বহিয়া যাইতেছেন। এখন উত্তরবাহিনী—সবে