পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর পঞ্চবটী । ভক্তসঙ্গে গুরুরূপী শ্রীরামকৃষ্ণ । (* (t বটীর মধ্য দিয়া নিজের ঘরের দিকে মণির সহিত কথা কইতে কইতে যাইতেছেন । মণি মন্ত্রমুগ্ধের ন্যায় সঙ্গে সঙ্গে যাইতেছেন । [ ঠাকুর শ্রীরামকৃষ্ণের বটমূলে প্রণাম । ] পঞ্চ বচীতে আসিয়া, যেখানে ডালট পড়ে গেছে, সেইখানে দাড়াইয়। পূর্বাস্ত হইয়া বটমূলে, চাতাল মস্তক দ্বারা স্পর্শ করিয়া, প্রণাম করিলেন । এই স্থান সাধনের স্থান ;–এখানে কত ব্যাকুল হইয়৷ ক্ৰন্দন —ক’ত ঈশ্বরীয় রূপদৰ্শন, আর মার সঙ্গে কত কথা হইয়াছে !—তাই কি ঠাকুর এখানে যখন আসেন, তখন প্রণাম করেন ? বকুলতলা হইয়া নহবতের কাছে আসিয়াছেন । মণি সঙ্গে । নবতের কাছে আসিয়া হাজরাকে দেখিলেন । ঠাকুর তাহাকে বলিতেছেন—“বেশী খেয়োনা । আর শুচিবাই ছেড়ে দাও । যাদের শুচিবাই, তাদের জ্ঞান হয় না। আচার যতটুকু দরকার, ততটুকু করবে। বেশী বাড়াবাড়া কোরো না ’ ঠাকুর নিজের ঘরে গিয়া উপবেশন করিলেন । তৃতীয় পরিচ্ছেদ । [ রাখাল, রাম, হরেন্দ্র, লাটু প্রভৃতি ভক্তসঙ্গে । ] আহারান্তে ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। আজ ২৪শে ডিসেস্বর। বড়দিনের ছুটী আরম্ভ হইয়াছে। কলিকাতা হইতে সুরেন্দ্র, রাম প্রভৃতি ভক্তের ক্রমে ক্রমে আসিতেছেন । বেল একট। হইবে । মণি একাকী ঝাউতলায় বেড়াইতেছেন । এমন সময় রেলের নিকটে দাড়াইয়। হরীশ উচ্চৈঃস্বরে মণিকে বলিতেছেন,—প্রভু ডাকছেন–শিবসংহিতা পড়া হবে। শিবসংহিতায় যোগের কথা আছে,—ষটুচক্রের কথা আছে । মণি ঠাকুরের ঘরে আসিয়া প্রণাম করিয়া উপবেশন করিলেন। ঠাকুর খাটের উপর, ভক্তের মেঝের উপর, বসিয়া আছেন। শিবসংহিত। এখন আর পড়া হইল না । ঠাকুর নিজেই কথা কহিতেছেন।