পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У о **atoto [ 1883, 24th December. সাধন করতে করতে র্তার কৃপায় সিদ্ধ হয়। একটু খাট চাই । তার পরেই দর্শন ও আনন্দ লাভ। “অমুক জায়গায় সোণার কলসি পোতা আছে শুনে লোক ছুটে যায়। আর খুড়তে আরম্ভ করে। খুড়তে খুড় তে মাথার ঘাম পড়ে । অনেক খোড়ার পর এক জায়গায় কোদালে ঠন করে শব্দ হল ;–কোদাল ফেলে দেখে, কলসী বেরিয়েছে কিনা । কলসী দেখে নাচতে থাকে । “কলসী বার করে মোহর ঢেলে, হাতে করে গণে,—আর খুব আনন্দ ! দর্শন,—ম্পর্শন,~—সম্ভোগ !—কেমন ? মণি । আজ্ঞা হুঁ ৷ ” ঠাকুর একটু চুপ করিয়া আছেন। আবার কথা কহিতেছেন । [ আমার আপনার লোক কে ? একাদশী করার উপদেশ । ] ‘আমার যারা আপনার লোক, তাদের বোকলেও আবার আসবে। ‘আহ, নরেন্দ্রের কি স্বভাব ! ম৷ কালীকে আগে যা ইচ্ছা তাই বল’ত ;—আমি বিরক্ত হয়ে এক দিন বলেছিলাম, শাল, তুই আর এখানে অসিস্ না । তখন সে আস্তে আস্তে গিয়ে তামাক সাজে । যে আপনার লোক, তাকে তিরস্কার করলেও রাগ করবে না । কি বল ? মণি । আজ্ঞা হ': । শ্রীরামকৃষ্ণ । নরেন্দ্র স্বতঃসিদ্ধ,–নিরাকারে নিষ্ঠ । মণি ( সহস্তে ) ! যখন আসে, একটা কাণ্ড সঙ্গে করে আনে । ঠাকুর আনন্দে হাসিতেছেন ; বলিতেছেন, একটা কাণ্ডই বটে। পর দিন মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, কৃষ্ণপক্ষের একাদশী । বেলা প্রায় এগারটা হইবে । ঠাকুরের এখনও সেবা হয় নাই । মণি ও রাখালাদি ভক্তের ঠাকুরের ঘরে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ( মণির প্রতি ) ৷ একাদশী করা ভাল । ওতে মন বড় পবিত্র হয়, আর ঈশ্বরেতে ভক্তি হয় । কেমন ? মণি । আজ্ঞা হুঁ । শ্রীরামকৃষ্ণ । খই দুধ খাবে,—-কেমন ? TST MMMAAA AAAAS eT TSTS