পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। রাম, কেদার, বেদান্তবাদী সাধু প্রভৃতি সঙ্গে । ৬৩ “সাধুটী প্ৰবৰ্ত্তকের ঘর। র্তাকে লাভ না করলে কিছুই হলো না । যখন র্তার প্রেমে মত্ত হওয়া যায়, আর কিছু ভাল লাগে না । । তখন— যতনে হৃদয়ে রাখো আদরিণী শ্যামা মাকে । মন, তুই দেখ, আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে ! কেদার ঠাকুরের ভাবে একটী গান বলিতেছেন— মনের কথা কইবো কি সই, কইতে মান--- দরদী নইলে প্রাণ বঁাচে না । মনের মানুষ হয় যে জন, ও তার নয়নেতে যায় গো চেন, ও সে দুই এক জনা ; ভাবে ভাসে রসে ডোবে, ও সে উজান পথে করে আনাগোনা । ( ভাবের মানুষ ) ঠাকুর নিজের ঘরে ফিরিয়াছেন । ৪টা বাজিয়াছে,-—ম কালীর ঘর খোলা হইয়াছে । ঠাকুর সাধুকে সঙ্গে করিয়া মা কালীর ঘরে যাইতেছেন । মণি সঙ্গে আছেন । কালীঘরে প্রবেশ করিয়া ঠাকুর ভক্তিভরে মাকে প্রণাম করিতেছেন । সাধুও হাত জোড় করিয়া মাথা নোয়াইয়া মাকে পুনঃ পুনঃ প্রণাম করিতেছেন । শ্রীরামকৃষ্ণ । কেমন জী দর্শন ! সাধু ( ভক্তিভরে ) । কালী প্রধান হ্যায়। শ্রীরামকৃষ্ণ । কালী ব্রহ্ম অভেদ । কেমন জী ? সাধু। যতক্ষণ বহিন্মুখ, ততক্ষণ কালী মানতে হবে। যতক্ষণ বহিমুখ ততক্ষণ ভাল মন্দ –ততক্ষণ এটা প্রিয়, এটা তাজ্য। “এই দেখুন, নামরূপ তো সব মিথ্যা, কিন্তু যতক্ষণ আমি বহিমুখ, ততক্ষণ স্ত্রীলোক ত্যজ্য । আর উপদেশের জন্য, এটা ভাল, ওটা মন্দ ;–নচেৎ ভ্রষ্টাচার হবে।” ঠাকুর সাধুসঙ্গে কথা কহিতে কহিতে ঘরে ফিরিলেন । শ্রীরামকৃষ্ণ । দেখলে,—সাধু কালীঘরে প্রণাম করলে ! মণি । আজ্ঞা হুঁ । পরদিন সোমবার ৩১শে ডিসেম্বর। বেলা ৪টা হইবে । ঠাকুর