পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wり8 Slēgts Fog Golfo = 1 [ 1883, 31st December. ভক্তসঙ্গে ঘরে বসিয়া আছেন । বলরাম, মণি, রাখাল, লাটু, হরীশ প্রভৃতি আছেন । ঠাকুর মণিকে ও বলরামকে বলিতেছেন— · [ মুখে জ্ঞানের কথা । হলধারীকে ঠাকুরের তিরস্কার কথা । ] “হলধারীর জ্ঞানীর ভাব ছিল। সে অধ্যায়, উপনিষৎ,−এই সব রাত দিন পড়ত। এদিকে সাকার কথায় মুখ ব্যাকাতো । আমি যখন কাঙ্গালীদের পাতে একটু একটু খেলাম, তখন বল্লে, “তোর ছেলেদের বিয়ে কেমন করে হবে ।’ আমি বল্লাম, তবে রে শাল, আমার আবার ছেলে পিলে হবে ? তোর গীতা বেদান্তপড়ার মুখে আগুন ! দ্যাথোন, এদিকে বলছে জগৎ মিথ্যা –আবার বিষ্ণুঘরে নাক সি টুকে ধ্যান ! সন্ধা! হইল । বলরামাদি ভক্তের কলিকাতায় চলিয়া গিয়াছেন । ঘরে ঠাকুর মার চিন্তা করিতেছেন । কিয়ৎক্ষণ পরে ঠাকুরবাড়ীতে আরতির সুমধুর শব্দ শোনা যাইতে লাগিল । রাত্রি প্রায় ৮টা হইয়াছে । ঠাকুর ভাবে সুমধুর স্বরে সুর করিয়া মীর সহিত কথা কহিতেছেন । মণি মেঝেতে বসিয়া আছেন । [ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও বেদান্ত । ] - ঠাকুর মধুর নাম উচ্চারণ করিতেছেন—হরি ওঁ ! হরি ওঁ ! ওঁ ! মাকে বলিতেছেন-–‘ও মা ! ব্রহ্মজ্ঞান দিয়ে বেহু স করে রাখিসনে । ব্রহ্মজ্ঞান চাই না মা ! আমি আনন্দ করবে ! বিলাস করবে ! আবার বলিতেছেন,—‘বেদান্ত জানি না মা !—জানতে চাই না মা ! —ম তোকে পেলে বেদ বেদান্ত কত নীচে পড়ে থাকে । ‘কৃষ্ণ রে ! তোরে বলবো, খা রে—নে রে----বাপ ! কৃষ্ণরে ? বলবো, তুই আমার জন্য দেহ ধারণ করে এসেছিস্ বাপ ।