পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। রাখাল, বাবুরাম প্রভৃতি ভক্তসঙ্গে । ున “তবে দয়ার কাজ—দানাদি কাজ—কি কিছু করবে না ? “ত নয় । সামনে দুঃখ কষ্ট দেখলে টাকা থাকলে দেওয়া উচিত। জ্ঞানী বলে, “দেরে দেরে, এরে কিছু দে । তা না হলে, “আমি কি করতে পারি,—ঈশ্বরই কৰ্ত্ত আর সব অকৰ্ত্ত এইরূপ বোধ হয়। “মহাপুরুষরা জীবের দুঃখে কাতর হয়ে ভগবানের পথ দেখিয়ে দেন । শঙ্করাচার্য্য জীব শিক্ষার জন্য ‘বিদ্যার আমি রেখেছিলেন । “অন্নদানের চেয়ে জ্ঞানদান, ভক্তিদান, আরও বড় । চৈতন্যদেব তাই আচণ্ডালে ভক্তি বিলিয়েছিলেন । দেহের সুখ দুঃখ তো আছেই। এখানে আম খেতে এসেছে, আম খেয়ে যাও । জ্ঞানভক্তির প্রয়োজন । ঈশ্বরই বস্তু আর সব অবস্তু । [ স্বাধীন ইচ্ছা [Free Will] কি আছে ? ঠাকুরের সিদ্ধান্ত । ] “তিনি সব কচ্ছেন। যদি বল তা হলে লোকে পাপ করতে পারে। ত নয় --যার ঠিক বোধ হয়েছে ‘ঈশ্বর কৰ্ত্ত আমি অকৰ্ত্তা তার আর বেতালে পা পড়ে না । “Englishmanzi IrCE atzītā Ē5ā ( Free Will ) RTFI, সেই স্বাধীন ইচ্ছা বোধ তিনিই দিয়ে রাখেন । “যারা তাকে লাভ করে নাই, তাদের ভিতর ঐ স্বাধীনইচ্ছা বোধ না দিলে পাপের বৃদ্ধি হত। নিজের দোষে পাপ কচিছ, এ বোধ যদি তিনি না দিতেন, তা হলে পাপের আরও বৃদ্ধি হত । “যারা তাকে লাভ করেছে, তারা জানে দেখতেই ‘স্বাধীন ইচ্ছা! —বস্তুতঃ তিনিই যন্ত্রী, আমি যন্ত্র ; তিনি ইঞ্জিনিয়ার, আমি গাড়ী । চতুর্থ পরিচ্ছেদ। গুরুদেব শ্রীরামকৃষ্ণ । ভক্ত জন্য ক্ৰন্দন ও প্রার্থন । বেলা চারটা বাজিয়াছে। পঞ্চবটীঘরে শ্ৰীযুক্ত রাখাল ও আরও ছ, একটা ভক্ত মণির কীৰ্ত্তন গান শুনিতেছেন— গান—ঘরের বাহিরে দণ্ডে শত বার তিলে তিলে এসে যায় ।