পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳՀ শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত [ 1884, 5th January. “কিন্তু মা ! ওদেরই বা দোষ কি!—ওরা কি করবে ! বিচার এক বার তো করে নিতে হয় !—দেখ না, ঐ সেদিন এত করে বল্লাম, তা কিছু হলো না—আজ কেন একবারে— * * * , ঠাকুর মার কাছে করুণ গদ গদ স্বরে কঁদিতে কঁাদিতে প্রার্থন করিতেছেন। কি আশ্চৰ্য্য ! ভক্তদের জন্য মার কাছে কঁদিছেন— মি, যারা যারা তোমার কাছে আসছে, তাদের মনোবাঞ্ছা পূর্ণ কোরো। — সব ত্যাগ করিও না মা !—আচ্ছা, শেষে যা হয় কোরো ? “ম, সংসারে যদি রাখে, তো এক এক বার দেখা দিস।-- না হলে কেমন করে থাকবে। এক এক বার দেখা না দিলে উৎসাহ হবে কেমন করে মা —তার পর শেষে যা হয় কোরে । ঠাকুর এখনও ভাবাবিষ্ট। সেই অবস্থায় হঠাৎ মণিকে বলিতেছেন । “ছাখো, তুমি যা বিচার করেছে, অনেক হয়েছে !—আর না ! বল, আর করবে না ?” মণি করজোড়ে বলিতেছেন, আজ্ঞা না। শ্রীরামকৃষ্ণ । অনেক হয়েছে -—তুমি প্রথম আসতে মাত্র তোমায় ত আমি বলেছিলাম—তোমার ঘর।—আমি তো সব জানি ? মণি ( কৃতাঞ্জলি ) । আজ্ঞা হুঁ । শ্রীরামকৃষ্ণ । তোমার ঘর, তুমি কে, তোমার অন্তর বাহির, তোমার আগেকার কথা, তোমার পরে কি হবে,—এ সব ত আমি জানি ? মণি ( করজোড়ে ) । আজ্ঞা হা । শ্রীরামকৃষ্ণ । ছেলে হয়েছে শুনে বকেছিলাম !—এখন গিয়ে বাড়ীতে থাকো—তাদের জানিও যেন তুমি তাদের আপনার । ভিতরে জানবে, "তুমিও তাদের আপনার নও, তারাও তোমার আপনার নয়’ ! মণি চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ । আর বাপের সঙ্গে প্রীত কোরো—এখন উড়তে শিখে—; তুমি বাপকে অষ্টাঙ্গে প্রণাম করতে পারবে না ? মণি ( করজোড়ে )। আজ্ঞা হুঁ । শ্রীরামকৃষ্ণ । তোমায় আর কি বলবো, তুমি ত সব জানো ?— সব ত বুঝছে ? (মণি চপ করিয়া আছেন। )