পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশানের বাড়ি—ভক্তসঙ্গে নিমন্ত্রণে আগমন । ৮৭ ৷ এক । কেউ তুধের কথা শুনেছে, কেউ छ् । দেখেছে, কেউ বা ཧཱ༥ খেয়েছে। দেখলে তবে ত আনন্দ হবে, খেলে তবে ত বল হবে,— । লোক হৃষ্টপুষ্ট হবে । ভগবানকে দর্শন করলে তবে ত শান্তি হবে, তার সঙ্গে আলাপ করলে তবে ত আনন্দ হবে, শক্তি বাড়বে। [ মুমুক্ষুত্ব বা ঈশ্বরের জন্য ব্যাকুলত সময়সাপেক্ষ ] ঐশ -তাকে ডাকবার অবসর পাওয়া যায় না। । স্ত্রীরামকৃষ্ণ (সহস্তে )—তা বটে ; সময় না হ’লে কিছু হয় না । । একটি ছেলে শুতে যাবার সময় মাকে বলছিল, ম, আমার যখন হাগা । পাবে আমাকে তুলিও। মা বললেন, বাবা, হাগাতেই তোমাকে তুলবে, । আমায় তুলতে হবে না। . . . . “যাকে যা দেবার তার সব ঠিক করা আছে। সরার মাপে শাশুড়ী । বেীদের ভাত দিত। তাতে কিছু ভাত কম হতো। একদিন । সরাখানি ভেঙ্গে যাওয়াতে বেীরা আহলাদ করছিল। তখন শাশুড়ী বললেন, নাচ কোদ বোমা, আমার হাতের আটকেল (আন্দাজ ) আছে ? [ আন্মোক্তারী বা বকলম দাও ] ( শ্ৰীশের প্রতি ) – “কি করবে ? তার পদে সব সমর্পণ কর ; তাকে আম্মোক্তারী দাও । তিনি যা ভাল হয় করুন। বড়লোকের । উপর যদি ভার দেওয়া যায়, সে লোক কখনও মন্দ করবে না । - “সাধনার প্রয়োজন বটে ; কিন্তু রকম সাধক আছে ;—এক রকম সাধকের বানরের ছার স্বভাব আর এক রকম সাধকের বিড়ালের ছার স্বভাব। বানরের ছা নিজে যে সে করে মাকে তাকড়িয়ে ধরে । সেইরূপ কোন কোন সাধক মনে করে, এত জপ করতে হবে, এত ধ্যান