পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামদত্তের বাটতে—ভক্তসঙ্গে আগমন । ৯৩ “পত্নী, দেওর, ভাস্কর ইত্যাদিকে পা ধোয়ার জল আসনাদির দ্বারা । সেবা করে, কিন্তু পতিকে যেরূপ সেবা করে, সেরূপ সেবা আর । কাহাকেও করে না। পতির সঙ্গে সম্বন্ধ আলাদা।” । . . . . রাম ঠাকুরকে কিছু মিষ্টান্নাদি দিয়া পূজা করিলেন। - ঠাকুর এইবার দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন। মণির কাছ থেকে । গায়ের বনাত ও টুপি লইয়া পরিলেন। বনাতের কানটাক টুপি । ঠাকুর ভক্তসঙ্গে গাড়িতে উঠিতেছেন। রামাদি ভক্তেরা তাহাকে তুলিয়া দিতেছেন। মণিও গাড়িতে উঠিলেন, দক্ষিণেশ্বরে ফিরিয়া যাইবেন ।