পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম খণ্ড iT। দক্ষিণেশ্বর মন্দির নরেন্দ্রাদি ভক্তসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীমন্দিরে সেই পূৰ্ব্বপরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া গান শুনিতেছেন। ব্রাহ্মসমাজের শ্রীযুক্ত ত্ৰৈলোক্য সান্যাল গান করিতেছেন । আজ রবিবার, ২০শে ফাল্গুন ; শুক্ল পঞ্চমী তিথি ; ১২৯০ সাল ; ২রা মার্চ, ১৮৮৪ খৃঃ অঃ। মেজেতে ভক্তেরা বসিয়া আছেন ও গান । শুনিতেছেন—নরেন্দ্র, সুরেন্দ্র (মিত্র), মাষ্টার, ত্ৰৈলোক্য প্রভৃতি । অনেকে বসিয়া আছেন । I শ্রযুক্ত নরেন্দ্রের পিতা বড় আদলতে উকিল ছিলেন ; তাহার পরলোক প্রাপ্তি হওয়াতে পরিবারবর্গ বড়ই কষ্টে পড়িয়াছেন। এমন কি মাঝে মাঝে খাইবার কিছু থাকে না। নরেন্দ্র এই সকল ভাবনায় অতি কষ্টে আছেন। ঠাকুরের শরীর, হাত ভাঙ্গ অবধি, এখনও ভাল হয় নাই। হাতে অনেক দিন বার (bar) দিয়া রাখা হইয়াছিল। । ত্ৰৈলোক মা'র গান গাইতেছেন। গানে বলিঙ্কেছেন, মা তোমার কোলে নিয়ে অঞ্চলে ঢেকে আমায় বুকে করে রাখ– তোর কোলে লুকায়ে থাকি (মা)। চেয়ে চেয়ে মুখপানে মা মার্ম বলে ডাকি।