পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

യെ শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ [ ১৮৮৪, ২রা মাঞ্চ । ঘরের বাহির করি, মজাইলে যদি হরি, দেও তবে শ্ৰীচরণে স্থান, । (চির দিনের মত) অনুদিন প্রেমমধু, পিয়াও পরাণ বঁধু । প্রেমদাসে কর পরিত্রাণ । , ঠাকুর আবার প্রেমাঙ্ক বিসর্জন করিতে করিতে মেজেতে আসিয়া বসিলেন । আর রামপ্রসাদের ভাবে গাহিতেছেন— ‘যশ অপযশ কুরস স্বরস সকল রস তোমারি । ( ওমা ) রসে থেকে রসভঙ্গ কেন রসেশ্বরী ॥ ঠাকুর ত্ৰৈলোক্যকে বলিতেছেন, আহা তোমার কি গান! তোমার গান ঠিক ঠিক। যে সমুদ্রে গিয়েছিল সেই সমুদ্রের জল এনে দেখায় । - ত্ৰৈলোক্য আবার গান গাইতেছেন— (হরি) আপনি নাচ’ আপনি গাও, আপনি বাজাও তালে তালে, মানুষ ত’ সাক্ষী গোপাল মিছে আমার আমার বলে । ছায়াবাজীর পুতুল যেমন, জীবের জীবন তেমন, দেবতা হতে পারে, যদি তোমার পথে চলে । দেহ যন্ত্রে তুমি যন্ত্রী, আত্মারথে তুমি রথী, জীব কেবল পাপের ভাগী, নিজ স্বাধীনতার ফলে । সৰ্ব্বমূলাধার তুমি, প্রাণের প্রাণ হৃদয় স্বামী, । অসাধুকে সাধু কর, তুমি নিজ পুণ্যবলে । । [The Absolute identical with the phenomenal world. . নিত্যলীলা যোগ—পূর্ণজ্ঞান বা বিজ্ঞান ] গান সমাপ্ত হইল। ঠাকুর এইবার কথা কহিতেছেন।