পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৮ খ্রীরামকৃষ্ণকথামৃত-৩য় ভাগ ( ১৮৮৪, ২রা মার্চ দাও যে, সংসার ঈশ্বর ছাড়া। যদি তুমি বুঝিয়ে দিতে পার ঈশ্বর থেকে সংসার হয় নাই তা হলে তুমি ত্যাগ করতে পার। রাম তখন চুপ করে রইলেন,—কোনো উত্তর দিতে পারলেন না। - “সব তত্ত্ব শেষে আকাশতত্ত্বে লয় হয়। আবার স্মৃষ্টির সময় আকাশতত্ত্ব থেকে মহৎতত্ত্ব, মহৎতত্ত্ব থেকে অহঙ্কার, এই সব ক্রমে ক্রমে সৃষ্টি হয়েছে। অতুলোম, বিলোম। ভক্ত সবই লয়। ভক্ত অখণ্ড সচ্চিদানন্দকেও লয়, আবার জীব জগৎকেও লয়। “যোগীর পথ কিন্তু আলাদা । সে পরমাত্মাতে পৌছে আর ফেরে না । সেই পরমাত্মার সঙ্গে যোগ হয়ে যায়। - “একটুর ভিতরে যে ঈশ্বরকে ছাখে তার নাম খণ্ডজ্ঞানী—সে মনে করে যে, তার ওদিকে আর তিনি নাই ! “ভক্ত তিন শ্রেণীর। অধম ভক্ত বলে ঐ ঈশ্বর, অর্থাৎ আকাশের দিকে সে দেখিয়ে দেয় । মধ্যম ভক্ত বলে যে, তিনি হৃদয়ের মধ্যে অন্তৰ্য্যামীরূপে আছেন । আর উত্তম ভক্ত বলে যে, তিনি এই সব হয়েছেন,—যা কিছু দেখছি সবই তার এক একটি রূপ। নরেন্দ্র আগে ঠাট্টা করতে আর বলতে, তিনিই সব হয়েছেন,—ত হ'লে ঈশ্বর ঘটি, ঈশ্বর বাটি। (সকলের হাস্ত )। [ ঈশ্বর দর্শনে সংশয় যায়, কৰ্ম্মত্যাগ হয়—বিরাট শিব ] “তাকে কিন্তু দর্শন করলে সব সংশয় চলে যায়। শুনা এক, ছাখা এক। শুনলে ষোলো আনা বিশ্বাস হয় না। সাক্ষাৎকার হলে আর বিশ্বাসের কিছু বাকী থাকে না । : “ঈশ্বর দর্শন করলে কৰ্ম্ম ত্যাগ হয়। আমার ঐ রকমে পূজা উঠে গেল। কালীঘরে পূজা করতাম। হঠাৎ দেখিয়ে দিলে, সব