পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে পণ্ডিত শশধরাদি ভক্তসঙ্গে । প্রশ্ন ছি । কালীব্রহ্ম—ব্রহ্ম ও শক্তি অভেদ শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে তার সেই পূৰ্ব্বপরিচিত ঘরে মেজেতে বসিয়া আছেন—কাছে পণ্ডিত শশধর । মেজেতে মাছুর পাতা–তাহার উপর ঠাকুর, পণ্ডিত শশধর, এবং কয়েকটি ভক্ত বসিয়াছেন। কতকগুলি ভক্ত মাটির উপরেই বসিয়া আছেন। সুরেন্দ্র, বাবুরাম, মাষ্টার, হরিশ, লাটু, হাজরা, মণি মল্লিক প্রভৃতি ভক্তেরা উপস্থিত আছেন। ঠাকুর পণ্ডিত পদ্মলোচনের কথা কহিতেছেন। পদ্মলোচন বৰ্দ্ধমানের রাজার সভাপণ্ডিত ছিলেন । বেলা অপরাহু—প্রায় ৪ট। আজ .সোমবার, ৩০শে জুন, ১৮৮৪ খৃষ্টাদ। ছয়দিন হইল ঐস্ত্ররথযাত্রার দিবসে পণ্ডিত শশধরের সহিত ঠাকুরের কলিকাতায় দেখা ও আলাপ হইয়াছিল। আজ আবার পণ্ডিত আসিয়াছেন। সঙ্গে শ্ৰীযুক্ত ভূধর চট্টোপাধ্যায় ও তার জ্যেষ্ঠ সহোদর। কলিকাতায় তাহাদেরই বাড়িতে পণ্ডিত শশধর আছেন। . পণ্ডিত জ্ঞানমার্গের পন্থী। ঠাকুর তাকে বুঝাইতেছেন— যাহারই নিত্য তাঁহারই লীলা—যিনি অখণ্ড সচ্চিদানন্দ, তিনিই লীলার জন্য নানা রূপ ধরিয়াছেন। ঈশ্বরের কথা বলিতে বলিতে ঠাকুর বেহু'স হইতেছেন। ভাবে মাতোয়ারা হইয়া কথা কহিতেছেন।