পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুরের জন্মাবধি ঘটনাগুলি লইয়র্তাহার চরিতামৃত ধারাবাহিকরূপে । বিবৃত করিয়া প্রকাশ করিবার অনেকদিন হইতে ইচ্ছা আছে। । শ্ৰীশ্ৰীকথামৃত অন্ততঃ ছয় সাত ভাগ সম্পূর্ণ হইলে শ্ৰীমুখ-কথিত । চরিতামৃত অবলম্বন করিয়া এইটি লিখিবার উপকরণ পাওয়া যায়— । এ সম্বন্ধে তিন প্রকার উপকরণ পাওয়া যায়— ১ম (Direct and Recorded on the same day):- ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্ৰীমুখে বাল্য, সাধনাবস্থা ইত্যাদি সম্বন্ধে অথবা । ভক্তদের সম্বন্ধে নিজ চরিত যাহা বলিয়াছেন,—আর যাহা ভক্তেরা সেই দিনেই লিপিবদ্ধ করিয়াছিলেন। ঐশ্ৰীবৃথামৃতে প্রকাশিত ক্রমুখ । কথিত চরিতামৃত এই জাতীয় উপকরণ। শ্ৰীম নিজে যেদিন ঠাকুরের কাছে বসিয়া যাহা দেখিয়াছিলেন ও র্তাহার শ্রমুখে শুনিয়াছিলেন, তিনি সেইদিন রাত্ৰেই ( বা দিবা ভাগে ) সেইগুলি স্মরণ করিয়৷ দৈনন্দিন বিবরণে Diaryতে লিপিবদ্ধ করিয়াছিলেন। এই জাতীয় । উপকরণ প্রত্যক্ষ (Direct) দর্শন ও শ্রবণ দ্বারা প্রাপ্ত। বর্ষ, তারিখ, । বার, তিথি সমেত । * . $3 (Direct but unrecorded at the time of the Master):— v. ঠাকুরের শ্রমুখে ভক্তেরা নিজে যাহা শুনিয়াছিলেন আর এক্ষণে । স্মরণ করিয়া বলেন । এ জাতীয় উপকরণও খুব ভাল। আর অন্যান্যঅবতারের প্রায় এই রূপই হইয়াছে। তবে চব্বিশ বৎসর হইয়। ه/ما