পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গান-কালী নাম কল্পতরু, হৃদয়ে রোপণ করেছি । এবার শমন এলে হৃদয় খুলে দেখাব ভাই বসে আসি । দেহের মধ্যে ছ'জন কুজন, তাদের ঘরে দূর করেছি। । রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্র করে বসে আছি। গান—আপনাতে আপনি থেকে মন যেওনাক কারু ঘরে। যা চাবি ত বসে পাবি ( ওরে) খোজ নিজ অন্তঃপুরে। - [ দ্বিতীয় ভাগ--৮৩ ঠাকুর গান গাহিয়া বলিতেছেন—মুক্তি অপেক্ষ ভক্তি বড়গান—আমি মুক্তি দিতে কাতর নষ্ট, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো | আমার ভক্তি যেবা পায় সে যে সেবা পায়, তারে কেবা পায় সে যে ত্রিলোকজয়ী | শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে, গোপগোপী ভিন্ন অন্তে নাহি জানে । ভক্তির কারণে নন্দের ভবনে পিতা জ্ঞানে নন্দের বাধা মাথায় বই।