পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বরমন্দিরে পণ্ডিত শশধর প্রভৃতি সঙ্গে ১২১ সুরেন্দ্র (সহস্তে )—আমরা এখন ঘুমুই,–পরে বাবু হয়ে যাব । । শ্রীরামকৃষ্ণ (সম্বেহে )—তুমি ত বাবু আছই। কয়ে আকার । দিলে ‘কা হয় ;–আবার একটা আকার দেওয়া বৃথা ;–দিলে সেই । ‘কা’ই হবে ! ( সকলের হাস্য )। f “নিত্যসিদ্ধ আলাদা থাক,-যেমন অরণি কাষ্ঠ, একটু ঘসলেই, আগুন,—আবার না ঘসলেও হয়। একটু সাধন করলেই নিত্যসিদ্ধ ভগবানকে লাভ করে, আবার সাধন না করলেও পায় । “তবে নিত্যসিদ্ধ ভগবান লাভ করার পর সাধন করে। যেমন । লাউ কুমড়ো গাছে আগে ফল হয় তারপর ফুল ।” পণ্ডিত লাউ কুমড়োর ফল আগে হয় শুনিয়া হাসিতেছেন। · “r শ্রীরামকৃষ্ণ—আর নিত্যসিদ্ধ হোমাপাখীর ন্যায় । তার মা উচ্চ । আকাশে থাকে। প্রসবের পর ছানা পৃথিবীর দিকে পড়তে থাকে। পড়তে পড়তে ডানা উঠে ও চোখ ফুটে । কিন্তু মাটি গায়ে আঘাত না লাগতে লাগতে মা’র দিকে চোচা দৌড় দেয়। কোথায় মা, কোথায় মা ! দেখ না প্ৰহলাদের ‘ক’ লিখতে চক্ষে ধারা ! - ঠাকুর নিত্যসিদ্ধের কথায়, অরণি কাঠ ও হোম পাখীর দৃষ্টাস্তের দ্বারা কি নিজের অবস্থা বুঝাইতেছেন ? ঠাকুর পণ্ডিতের বিনীত ভাব দেখিয়া সন্তুষ্ট হইয়াছেন। পণ্ডিতের স্বভাবের বিষয় ভক্তদের বলিতেছেন। * শ্রীরামকৃষ্ণের (ভক্তদের প্রতি )–এর স্বজ্ঞাবটি বেশ । মাটির দেওয়ালে পেরেক পুতলে কোন কষ্ট হয় না। পাথরে পেরেকের গোড়া ভেঙ্গে যায় তবু পাথরের কিছু হয় না। এমন সব লোক আছে হাজার ঈশ্বর-কথা শুনুক, কোন মতে চৈতন্ত হয় না,—যেমন কুমীর— গায়ে তরবারির চোপ লাগে না !