পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮ ক্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ, [ ১৮৮৪, ৩০শে জুন | [ ঈশ্বরলাভ ও কৰ্ম্মত্যাগ-নৃতন হাড়ি—শ্বহীভক্ত ও নষ্টা স্ত্রী ] | পণ্ডিত ঠাকুরবাড়ি দর্শন করিয়া ঠাকুরের ঘরে ফিরিয়াছেন। ঠাকুর পশ্চিমের গোল বারান্দা হইতে বলিতেছেন, তুমি একটু জল খাও। পণ্ডিত বললেন, আমি সন্ধ্যা করি নাই। অমনি ঠাকুর ভাবে মাতোয়ারা হইয়া গান গাহিতেছেন,—ও দাড়াইয়া পড়িলেন— গয়াগঙ্গা প্রভাসাদি, কাশী কাঞ্চী কেবা চায়। কালী কালী বলে আমার অজপা যদি ফুরায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায় । সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায় ॥ পূজা হোম জপ যজ্ঞ আর কিছু না মনে লয়। মদনেরই যাগযজ্ঞ ব্ৰহ্মময়ীর রাঙ্গা পায় ॥ rt ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া আবার বলিতেছেন, কত দিন সন্ধ্যা ? যত । দিন ওঁ বলতে মন লীন না হয়। পণ্ডিত—তবে জল খাই, তারপর সন্ধ্যা করব। শ্রীরামকৃষ্ণ—আমি তোমার স্রোতে বাধা দিব না । সময় না হ’লে ত্যাগ ভাল না। ফল পাকলে ফুল আপনি ঝরে। কাচা বেলায় নারিকেলের বৈল্লো টানাটানি করতে নাই,—ও রকম ক'রে ভাঙ্গলে . গাছ খারাপ হয়। - & সুরেন্দ্র বাড়ি যাইবার উদ্যোগ করিতেছেন। বন্ধুবৰ্গকে আহবান করিতেছেন। তাহার গাড়িতে লইয়া যাইবেন । । সুরেন্দ্র—মহেন্দ্র বাবু যাবেন ? - ঠাকুর এখনও ভাবস্থ, সম্পূর্ণ প্রকৃতিস্থ হন নাই । তিনি সেই অবস্থাতেই সুরেন্দ্রকে বলিতেছেন, তোমার ঘোড়া যত বইতে পারে, তার বেশী নিয়ে না। সুরেন্দ্র প্রণাম করিয়া চলিয়া গেলেন । ।