পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামকৃষ্ণ—তবে জিনেরটাই ফিরিয়ে নিয়ে যাও : ( বিজয়াদির প্রতি )—“দেখ, দ্বারিকবাবু বনাত দিছলো। আবার । খোট্টারাও আনলে। নিলাম ন- ঠাকুর আরও কি বলিতে যাইতে- । ছিলেন। এমন সময় বিজয় কথা কহিলেন। । তে হয় । । বিজয়—আজ্ঞা—তা বই কি ! যা দরকার কাজেই নি একজনের ত দিতেই হবে। মাহৰ্ষ ছাড়া আর কে দেবে ? স্ত্রীরামকৃষ্ণ—দেবার সেই ঈশ্বর ! শাশুড়ী বললে, আহ বেীমা, সকলেরই সেবা করবার লোক আছে, তোমার কেউ পা টিপে দিত । বেশ হতো। বউ বললে, ওগো ! আমার পা হরি টিপবেন, আমার কারুকে দরকার নাই। সে ভক্তি-ভাবে ঐ কথা বললে ! “একজন ফকির আকবর শার কাছে কিছু টাকা আনতে গিছলো । বাদশা তখন নমাজ পড়ছে আর বলছে, হে খোদা ! আমায় ধন দাও, দৌলত দাও । ফকির তখন চলে আসবার উপক্রম করলে । কিন্তু । আকবর শী তাকে বসতে ইশারা করলেন । নমাজের পর জিজ্ঞাসা করলেন, তুমি কেন চলে যাচ্ছিলে । সে বললে, আপনিই বলছিলেন ন দাও, দৌলত দাও । তাই ভাবলাম, যদি চাইতে হয়, ভিখারীর কাছে কেন ? খোদার কাছে চাইবে৷ ” - বিজয়—গয়াতে সাধু দেখেছিলাম, নিজের চেষ্টা নাই। একদিন উক্তদের খাওয়াবার ইচ্ছা হ’লোঁ । দেখি কোথা থেকে, মাথায় ক’রে য়দা ঘি এসে পড়লো । ফলটলও এলো । - সঞ্চয় ও তিন শ্রেণীর সাধু ] শ্রীরামকৃষ্ণ (বিজয়াদির প্রতি )—সাধুর তিন শ্রেণী। উত্তম, মধ্যম, অধম । উত্তম যারা খাবার জন্য চেষ্টা করে না । মধ্যম ও অধম,