পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ، 1 - - • ... * • - د= -ه۰ ' - باکجه و ۶ بر * * * - _ _ _ன் * = . . . . . ~ * # 4 . . . . . ." " -r- ..." " این موزه یه ی "م بیه " . می ند ه ۰۰" به " ر ... . .'; 'T', '+','...' ', '+'. . . . . - : * - . . . . . . . ‘. . . . . . ', ..' o: · ·' ჯაჯ·,·* *. * ఫీ s”, . . -: بني زي : " بيزني - ة . ب " . . , به * - #႕’ J, 4 '. ',' }; ∎ :ያ ̋ ă :: · · " ، ، ، ، ، ، ، * * * ** !, ‘I,’ ‘, ‘ ".. - , -1 - . . wo . . . . . .

  • 1: *" A* . . . t i so * * I * *

n 1 * দক্ষিণেশ্বরমন্দিরে বিজয় গোস্বামী, মহিমা প্রভৃতি সঙ্গে ১৩৫ আকাশের জল পান করতে চায়। গঙ্গা যমুনা সাত সমুদ্র জলে পূর্ণ। । সে কিন্তু পৃথিবীর জল খাবে না। । “রাম লক্ষ্মণ পম্পা সরোবরে গিয়েছেন। লক্ষ্মণ দেখলেন, একটি । কাক ব্যাকুল হয়ে বার বার জল খেতে যায়, কিন্তু খায় না। রামকে । জিজ্ঞাসা করাতে তিনি বললেন ভাই, এ কাক পরম ভক্ত। অহৰ্নিশি । রাম নাম জপ করছে! এদিকে জলতৃষ্ণায় ছাতি ফেটে যাচ্চে, কিন্তু । খেতে পারছে না। ভাবছে খেতে গেলে পাছে রাম নাম জপ ফাক যায় ! হলধারীকে পূর্ণিমার দিন বললুম, দাদা । আজ কি অমাবস্যা ? ( সকলের হাস্য )। - (সহস্তে )—“হ্যাগে ! শুনেছিলাম, যখন অমাবস্যা পূর্ণিমা ভুল হবে তখন পূর্ণজ্ঞান হয়। হলধারী তা বিশ্বাস করবে কেন ? হলধারী বললে, এ কলিকাল ! একে আবার লোকে মানে । যার অমাবস্য। পূর্ণিমা বোধ নাই।” ঠাকুর এ কথা বলিতেছেন, এমন সময় মহিমাচরণ আসিয়া উপস্থিত। 1' শ্রীরামকৃষ্ণ ( সসন্ত্রমে )—আসুন, আসুন ! বসুন! | ( বিজয়াদি ভক্তের প্রতি )—“এ অবস্থায় ‘অমুক দিন মনে থাকে না। সেদিন বেণীপালের বাগানে উৎসব ;–দিন ভুল হ’য়ে গেল । ‘অমুক দিন সংক্রান্তি ভাল করে হরিনাম করবো এ সব আর ঠিক থাকে না । ( কিয়ৎক্ষণ চিন্তার পর ) তবে অমুক আসবে বললে মনে থাকে। [ শ্রীরামকৃষ্ণের মনপ্রাণ কোথায়—ঈশ্বরলাভ ও উদ্দীপন ] “ঈশ্বরে ষোল আনা মন গেলে এই অবস্থা। রাম জিজ্ঞাসা করলেন, হকুমান, তুমি সীতার সংবাদ এনেছে ; কিরূপ তাকে দেখে এলে আমাকে বলে। হকুমান বললে, রাম, দেখলাম সীতার শুধু শরীর পড়ে আছে।