পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* দক্ষিণেশ্বরমন্দিরে বিজয় গোস্বামী মহিমাচরণ প্রভৃতি সঙ্গে ১৪১ ৷ ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন। কেননা মহিমা সংসার । । স্ত্রীরামকৃষ্ণ (মহিমার প্রতি )–সংসার একবারে ত্যাগ করবার কি । দরকার ? আসক্তি গেলেই হ’লো। তবে সাধন চাই । ইন্দ্রিয়দের সঙ্গে যুদ্ধ করতে হয় । - “কেল্লার ভিতর থেকে যুদ্ধ করাই আরও সুবিধা—কেল্লা থেকে, অনেক সাহায্য পাওয়া যায়। সংসার ভোগের স্থান, এক একটি জিনিস ভোগ করে অমনি ত্যাগ করতে হয় । আমার সাধ ছিল সোনার গোট পরি। তা শেষে পাওয়াও গেল, সোনার গোট পরশুম ; পরার পর কিন্তু তৎক্ষণাৎ খুলতে হবে। “পেয়াজ খেলুম আর বিচার করতে লাগলুম,—মন, এর নাম পেয়াজ। তারপর মুখের ভিতর একবার এদিক ওদিক একবার সেদিক ক'রে তার পর ফেলে দিলুম।” তৃতীয় পরিচ্ছেদ अश्कीर्तुळांव्त(व्म আজ একজন গায়ক আসিবে, সম্প্রদায় লইয়া কীৰ্ত্তন করিবে । ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে ভক্তদের জিজ্ঞাসা করিতেছেন, কই কীৰ্ত্তন কই ? : মহিমা—আমরা বেশ আছি । শ্রীরামকৃষ্ণ—না গো, এতো আমাদের বার মাস আছে। নেপথ্যে একজন বলিতেছেন, ‘কীৰ্ত্তন এসেছে ! শ্রীরামকৃষ্ণ আনন্দে পূর্ণ হ’য়ে কেবল বললেন, “অ্যা এসেছে?” . 鸭碑