পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪১ খ্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ [ ১৮৮৪, ৯ই নভেম্বর ঘরের দক্ষিণপূৰ্ব্বে লম্বা বারান্দায় মাছুর পাতা হইল। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, “গঙ্গাজল একটু দে, যত বিষয়ীরা পা দিচ্ছে।” । বালীনিবাসী প্যারীবাবুর পরিবারের ও মেয়েরা কালীমন্দির দর্শন করিতে আসিয়াছে, কীৰ্ত্তন হইবার উদ্যোগ দেখিয়া তাহদের শুনিবার ইচ্ছা হইল। একজন ঠাকুরকে আসিয়া বলিতেছে, “তারা জিজ্ঞাসা করছে ঘরে কি জায়গা হবে, তারা কি বসতে পারে ?" ঠাকুর কীৰ্ত্তন শুনিতে শুনিতে বলিতেছেন, “না না”। (অর্থাৎ ঘরে ) জায়গ কোথায় ? এমন সময় নারাণ আসিয়া উপস্থিত হইলেন ও ঠাকুরকে প্রণাম করিলেন । ঠাকুর বলিতেছেন “তুই কেন এসেছিস ? অত মেরেছে—তোর বাড়ির লোক ” নারাণ ঠাকুরের ঘরের দিকে যাইতেছেন দেখিয়া -- ঠাকুর বাবুরামকে ইঙ্গিত করিলেন, “ওকে খেতে দিস।” নারাণ ঘরের মধ্যে গেলেন । হঠাৎ ঠাকুর উঠিয়া ঘরে প্রবেশ করিলেন। নারাণকে নিজের হাতে খাওয়াইবেন । খাওয়াইবার পর আবার কীৰ্ত্তনের স্থানে আসিয়া বসিলেন