পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বরমন্দিরে গোস্বামী, মহিম, নারাণ প্রভৃতি সঙ্গে ১৪৯ ৷ মণি—সেই পম্পার কাকের কথা। রাম নাম অহৰ্নিশি জপ করছে, তাই জলের কাছে যাচ্ছে কিন্তু খেতে পারছে না। আর সেই সাধুর পুথির কথা—তাতে কেবল “ওঁ রাম” এইটি লেখা। আর হনুমান রামকে যা বললেন – - শ্রীরামকৃষ্ণ—কি বললেন ? মণি-সীতাকে দেখে এলুম, শুধু দেহটি পড়ে রয়েছে, মন প্রাণ তোমার পায়ে সব সমর্পণ করেছেন ! “আর চাতকের কথা—ফটিক জল বই আর কিছু খাবে না। “আর জ্ঞানযোগ আর ভক্তি যোগের কথা ।” শ্রীরামকৃষ্ণ—কি ? মণি—যতক্ষণ ‘কুম্ভ জ্ঞান, ততক্ষণ আমি কুম্ভ থাকবেই থাকবে । যতক্ষণ ‘আমি জ্ঞান, ততক্ষণ আমি ভক্ত, তুমি ভগবান । শ্রীরামকৃষ্ণ-না, কুম্ভ জ্ঞান থাকুক আর না থাকুক, ‘কুম্ভ যায় n না। আমি যাবার নয়। হাজার বিচার করে, ও যাবে না। মণি খানিকক্ষণ চুপ করিয়া রহিলেন । আবার বলিতেছেন— মণি—কালী ঘরে ঈশান মুখুয্যের সঙ্গে কথা হয়েছিল—বড় ভাগ্য তখন আমরা সেখানে ছিলাম আর শুনতে পেয়েছিলাম । শ্রীরামকৃষ্ণ ( সহাস্ত্যে )—ই, কি কি কথা বলে দেখি । মণি—সেই বলেছিলেন, কৰ্ম্মকাণ্ড আদিকাণ্ড । শস্তু মল্লিককে বলেছিলেন, যদি ঈশ্বর তোমার সামনে আসেন, তা হ’লে কি কতকগুলো হাসপাতাল ডিসৃপেন্সার চাইবে ? “আর একটি কথা হয়েছিল,—যতক্ষণ কৰ্ম্মে আসক্তি থাকে ততক্ষণ । ঈশ্বর দেখা দেন না । কেশব সেনকে সেই কথা বলেছিলেন।” - শ্রীরামকৃষ্ণ—কি ?