পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$68 ঐস্ত্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ ( ১৮৮৪, ১৪ই ডিসেম্বর কিসে ভাল জায়গায় বসবে, কিসে অভিনয় দেখতে পাবে, এই জন্য । ব্যাকুল ! এদিকে ঈশ্বরীয় কথা হচ্ছে তা শুনবে না। ছেলে কেবল জিজ্ঞাসা করছে, বাবা এটা কি, বাবা ওটা কি –তিনিও ছেলে লয়ে ব্যতিব্যস্ত। কেবল বই পড়েছে মাত্র কিন্তু ধারণা হয় নাই ।” গিরিশ—মনে হয়, থিয়েটারগুলা আর করা কেন । শ্রীরামকৃষ্ণ—ন না, ও থাক, ওতে লোকশিক্ষা হবে । অভিনয় আরম্ভ হইয়াছে। প্রহ্লাদ পাঠশালে লেখা পড়া করিতে আসিয়াছেন । প্ৰহলাদকে দর্শন করিয়া ঠাকুর সক্ষেহে ‘প্ৰহলাদ ‘প্ৰহলাদ’ এই কথা বলিতে বলিতে একেবারে সমাধিস্থ হইলেন । প্রহ্লাদকে হস্তী পদতলে দেখিয়া ঠাকুর র্কাদিতেছেন। অগ্নিকুণ্ডে যখন ফেলিয়া দিল তখনও ঠাকুর কাদিতেছেন। গোলকে লক্ষ্মীনারায়ণ বসিয়া আছেন । নারায়ণ প্ৰহলাদের জন্য ভাবিতেছেন । , সেই দৃশ্য দেখিয়া ঠাকুর আবার সমাধিস্থ হইলেন । দ্বিতীয় পরিচ্ছেদ ভক্তসঙ্গে ঈশ্বরকথাপ্রসঙ্গে [ ঈশ্বর দর্শনের লক্ষণ ও উপায়—তিন প্রকার ভক্ত ] রঙ্গালয়ে গিরিশ যে ঘরে বসেন সেইখানে অভিনয়ন্তে ঠাকুরকে লইয় গেলেন। গিরিশ বললেন, “বিবাহ বিভ্রাট কি শুনবেন ? ঠাকুর বলিলেন, ‘ন প্ৰহাদ চরিত্রের পর ও সব কি ? আমি তাই গোপাল উড়ের দলকে বলেছিলাম, তোমরা শেষে কিছু ঈশ্বরীয় কথা বলে বেশ ঈশ্বরের কথা হচ্ছিল আবার বিবাহ বিভ্রাট—সংসারের কথা । যি ছিলুম তাই হলুম। আবার সেই আগেকার ভাব এসে পড়ে। ঠাকু