পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫৬ ঐঐরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ ( ১৮৮৪, ১৪ই ডিসেম্বর “যিনি ঈশ্বর দর্শন করেছেন তিনি দেখেন যে ঈশ্বরই জীব জগৎ হয়ে আছেন। সবই তিনি। এরই নাম উত্তম ভক্ত " । গিরিশ (সহস্তে )—সবই তিনি, তবে একটু আমি থাকেকফ-দোষ করে না। । শ্রীরামকৃষ্ণ (সহস্তে )—ই, ওতে হানি নাই। ও ‘আমি টুং সম্ভোগের জন্য। আমি একটি, তুমি একটি হ’লে আনন্দভোগ কর যায় । সেব্য সেবকের ভাব । w: “আবার মধ্যম থাকের ভক্ত আছে। সে দেখে যে, ঈশ্বর সর্বভূতে অন্তৰ্য্যামীরূপে আছেন। অধম থাকের ভক্ত বলে,—ঈশ্বর আছেন ঐ ঈশ্বর—অর্থাৎ আকাশের ওপারে। ( সকলের হাস্য ) “গোলকের রাখাল দেখে আমার কিন্তু বোধ হ'ল, সেই (ঈশ্বরই সব হয়েছে। যিনি ঈশ্বর দর্শন করেছেন, তার ঠিক বোধ হয় ঈশ্বর কৰ্ত্তা, তিনিই সব কচ্চেন ।” গিরিশ—মহাশয়, আমি কিন্তু ঠিক বুঝেছি, তিনিই সব কচ্চেন । শ্রীরামকৃষ্ণ— আমি বলি, ‘মা, আমি যন্ত্র তুমি যন্ত্রী ; আমি জড় তুমি চেতায়তা ; যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি যারা অজ্ঞান তারা বলে, কতক আমি করছি, কতক তিনি করছেন । [ কৰ্ম্মযোগে চিত্তশুদ্ধি হয়—সৰ্ব্বদা পাপ পাপ কি—অহৈতুকী ভক্তি গিরিশ—মহাশয়, আমি আর কি করছি, তার কৰ্ম্মই বা কেন ? . স্ত্রীরামকৃষ্ণ-না গে, কৰ্ম্ম ভাল। জমি পাট করা হলে । রুইবে, তাই জন্মাবে। তবে কৰ্ম্ম নিষ্কাম ভাবে করতে হয় । “পরমহংস দুই প্রকার । জ্ঞানী পরমহংস আর প্রেমী পরমহং যিনি জ্ঞানী তিনি আপ্তসার—“আমার হলেই হলো । যিনি প্রে