পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫৮ খ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত-৩য় ভাগ ( ১৮৮৪, ১৪ই ডিসেম্বঃ গিরিশ–একটি সাধ, অহৈতুকী ভক্তি । শ্রীরামকৃষ্ণ—অহৈতুক ভক্তি ঈশ্বরকোটির হয়। জীবকোটির হয় না । । o • সকলে চুপ করিয়াছেন, ঠাকুর আনমনে গান ধরিলেন, नृछेि উধ্বদিকে— - শ্যামাধন কি সবাই পায় ( কালধন কি সবাই পায় ) অবোধ মন বোঝে না একি দায় । - শিবেরি অসাধ্য সাধন মন মজানো রাঙ্গ পায় ॥ ইন্দ্রাদি সম্পদ সুখ তুচ্ছ হয় যে ভাবে মার" । সদানন্দ সুখে ভাসে, শ্যাম যদি ফিরে চায় ॥ যোগীন্দ্র মুনীন্দ্র ইন্দ্র যে চরণ ধ্যানে না পায়। নিগুণে কমলাকান্ত তবু সে চরণ চায়। গিরিশ-নিগুণে কমলাকান্ত তবু সে চরণ চায়! তৃতীয় পরিচ্ছেদ ঈশ্বর দর্শনের উপায়—ব্যাকুলত শ্রীরামকৃষ্ণ ( গিরিশের প্রতি )—তীব্র বৈরাগ্য হ'লে তাকে পাওয়া যায় । প্রাণ ব্যাকুল হওয়া চাই । শিষ্য গুরুকে জিজ্ঞাসা করেছিল, কেমন ক’রে ভগবানকে পাবো ; গুরু বললেন, আমার সঙ্গে હામા,-હરે বলে একটা পুকুরে লয়ে গিয়ে তাকে চুবিয়ে ধরলেন। খানিক পরে জল থেকে উঠিয়ে অমলেন ও বললেন, তোমার জলের ভিতর কি রকম হয়েছিল ? শিষ্য বললেন, প্রাণ আটুবটু করছিল—যেন প্রাণ যায় ! গুরু বললেন 邊