পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰহলাদচরিত্র-অ ভিনয়ে ষ্টার থিয়েটারে । $4న দেখ, এইরূপ ভগবানের জন্য যদি তোমার প্রাণ আটুবটু করে তবেই ৷ তাকে লাভ করবে। “তাই বলি, তিন টান এক সঙ্গে হ’লে তবে তাকে লাভ করা যায়। বিষয়ীর বিষয়ের প্রতি টান, সতীর পতিতে টান, আর মায়ের সন্তানেতে টান, এই তিন ভালবাসা এক সঙ্গে ক’রে কেউ যদি ভগবানকে দিতে পারে তা হ'লে তৎক্ষণাৎ সাক্ষাৎকার হয় । “ডাক দেখি মন ডাকার মত কেমন শ্যাম থাকতে পারে ? তেমন ব্যাকুল হ’য়ে ডাকতে পারলে তার দেখা দিতেই হবে। [ জ্ঞানযোগ ও ভক্তিযোগের সমন্বয়—কলিকালে নারদীয় ভক্তি ] “সেদিন তোমায় যা বললুম ভক্তির মানে কি-না কায়-মন-বাক্যে তার ভজনা । কায়,—অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা, পায়ে তার স্থানে যাওয়া, কানে তার ভাগবত শোনা, নামগুণ কীৰ্ত্তন শোনা, চক্ষে তার বিগ্রহ দশন । মন—অর্থাৎ সৰ্ব্বদা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা । বাক্য—অর্থাৎ স্তব স্তুতি, তার নাম গুণ কীৰ্ত্তন, এই সব করা। “কলিতে নারদীয় ভক্তি—সৰ্ব্বদা তার নাম গুণ কীৰ্ত্তন করা। যাদের সময় নাই, তারা যেন সন্ধ্যা সকালে হাততালি দিয়ে একমনে হরিবোল হরিবোল ব’লে তার ভজনা করে । “ভক্তির আমিতে অহঙ্কার হয় না। অজ্ঞান করে না, বরং ঈশ্বর লাভ করিয়ে দেয় । এ “আমি আমির মধ্যে নয় । যেমন হিংচে শাক শাকের মধ্যে নয়, অন্ত শাকে অমুখ হয়, কিন্তু হিংচে শাক খেলে পিত্তনাশ হয়, উলটে উপকার হয়, মিছরি মিষ্টের মধ্যে নয়, অন্য মিঃ খেলে অপকার হয়, মিছরি খেলে অম্বল নাশ হয় । । -