পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ গরিচ্ছেদ । সত্ত্বগুণ এলে ঈশ্বর লাভ । ‘সচিদানন্দ না কারণানন্দ’ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোকরা ভক্তদের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ( গিরিশাদির প্রতি ) – ধ্যান করতে করতে ওদের সব লক্ষণ দেখি । বাড়ি করবো এ বুদ্ধি ওদের নাই। মাগ-মুখের ইচ্ছ। নাই। যাদের মাগ আছে, একসঙ্গে শোয় না। কি জানো—রজোগুণ না গেলে, শুদ্ধ সত্ত্ব না এলে, ভগবানেতে মন স্থির হয় না । তার উপর ভালবাস আসে না, তাকে লাভ করা যায় না। গিরিশ–আপনি আমায় আশীৰ্ব্বাদ করেছেন । শ্রীরামকৃষ্ণ—কই ! তবে বলেছি আন্তরিক হ'লে হয়ে যাবে। কথা বলিতে বলিতে ঠাকুর ‘আনন্দময়ী’ ! ‘আনন্দময়ী’ ! এই কথা উচ্চারণ করিয়া সমাধিস্থ হইতেছেন । সমাধিস্থ হইয়া অনেকক্ষণ রহিলেন। একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, ‘শালার, সব কই ? বাবুরামকে মাষ্টার ডাকিয়া আনিলেন । ঠাকুর বাবুরাম ও অন্যান্য ভক্তদের দিকে চাহিয়া প্রেমে মাতোয়ার হইয়া বলিতেছেন, “সচ্চিদানন্দই ভাল! আর কারণানন্দ ?” এই বলিয়া ঠাকুর গান ধরিলেন— - এবার আমি ভাল ভেবেছি। ভাল ভাবীর কাছে ভাব শিখেছি | - যে দেশে রজনী নাই, সেই দেশের এক লোক পেয়েছি। আমি কিবা দিবা কিবা সন্ধ্যা সন্ধারে বন্ধ্যা করেছি। .