পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বরমন্দিরে ভক্তসঙ্গে এঁরামকৃষ্ণ ১৬৭ ৷ “ভবনাথ বিয়ে করেছে, কিন্তু সমস্ত রাত্রি স্ত্রীর সঙ্গে কেবল ধৰ্ম্ম । কথা কয় ! ঈশ্বরের কথা নিয়ে দু'জনে থাকে । আমি বললুম, । পরিবারের সঙ্গে একটু আমোদ-আহ্লাদ করবি, তখন রেগে রোক ক’রে । বললে, কি ! আমরাও আমোদ-আহ্লাদ নিয়ে থাকবো ? ঠাকুর এইবার নরেন্দ্রের কথা কহিতেছেন । শ্রীরামকৃষ্ণ (ভক্তদের প্রতি )–কিন্তু নরেন্দ্রের উপর যত ব্যাকুলতী হয়েছিল এর উপর ( ছোট নরেনের উপর ) তত হয় নাই । (হরিপদর প্রতি ) “তুই গিরিশ ঘোষের বাড়ি যাস্ ?” হরিপদ—আমাদের বাড়ির কাছে বাড়ি, প্রায়ই যাই । শ্রীরামকৃষ্ণ–নবেন্দ্র যায় ? হরিপদ–হা, কখনও কখনও দেখতে পাই । শ্রীরামকৃষ্ণ—গিরিশ ঘোষ যা বলে (অর্থাৎ অবতার’ বলে) তাতে ও কি বলে ? - হরিপদ-তর্কে হেরে গেছেন। শ্রীরামকৃষ্ণ—না সে ( নরেন্দ্র ) বললে, গিরিশ ঘোষের এখন এত বিশ্বাস—আমি কেন কোন কথা বলবো ? - জজ অতুকুল মুখোপাধ্যায়ের জামায়ের ভাই আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ—তুমি নরেন্দ্রকে জান ? জামায়ের ভাই—আজ্ঞা, ই। নরেন্দ্ৰ বুদ্ধিমান ছোকরা! শ্রীরামকৃষ্ণ (ভক্তদের প্রতি)—ইনি ভাল লোক, যে কালে নরেন্দ্রের সুখ্যাতি করেছেন। সেদিন নরেন্দ্র এসেছিল। ত্ৰৈলোক্যের সঙ্গে সেদিন গান গাইলে। কিন্তু গানটি সেদিন আলুনী লাগলো । [ বাবুরাম ও 'ছদিক রাখা’-জ্ঞান-অজ্ঞানের পার হও ] ঠাকুর বাবুরামের দিকে চাহিয়া কথা কহিতেছেন। মাষ্টার যে