পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ সমাধি মন্দিরে ভক্তদের সম্বন্ধে মহাবাক্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুদ্ধাত্মা ভক্তদিগকে পাইয়া আনন্দে ভাসিতেছেন ও ছোট খাটটিতে বসিয়া বসিয়া তাহাদিগকে কীৰ্ত্তনিয়ার ঢং দেখাইয় হাসিতেছেন। কীৰ্ত্তনিয়া সেজে-গুজে সম্প্রদায় সঙ্গে গান গাইতেছে। কীৰ্ত্তনিয়া দাড়াইয়া, হাতে রঙ্গিন রুমাল, মাঝে মাঝে ঢং করিয়া কাসিতেছে ও নথ তুলিয়া থুথু ফেলিতেছে । আবার যদি কোনও বিশিষ্ট ব্যক্তি আসিয়া পড়ে, গান গাইতে গাইতেই তাহাকে অভ্যর্থন করিতেছে ও বলিতেছে ‘আসুন’ ! আবার মাঝে মাঝে হাতের কাপড় সরাইয়া তাবিজ, অনন্ত ও বাউট ইত্যাদি অলঙ্কার দেখাইতেছে । অভিনয় দুষ্টে ভক্তরা সকলেই হো হো করিয়া হাসিতে লাগিলেন । পলটু হাসিয়া গড়াগড়ি দিতেছেন । ঠাকুর পলটুর দিকে তাকাইয় মাষ্টারকে বলিতেছেন,--“ছেলেমাতুষ কিনা, তাই হেসে গড়াগড়ি দিচ্ছে ।” . শ্রীরামকৃষ্ণ ( পলটুর প্রতি, সহাস্তে )—তোর বাবাকে এ সব কথ বলিস্নি। যাও একটু ( আমার প্রতি ) টান ছিল তাও যাবে। ওর একে ইংলিশম্যান লোক । - - [ আহ্নিক জপ ও গঙ্গাস্বানের সময় কথা । (ভক্তদের প্রতি) “অনেকে আহ্নিক করবার সময় যত রাজ্যে কথা কয় ; কিন্তু কথা কইতে নাই,—তাই ঠোট বুজে যত প্রকা ইসারা করতে থাকে। এটা নিয়ে এস, ওটা নিয়ে এস, হু উ হু,—এ সব করে । ( হাস্য )।