পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮৮৫, ৭ই মার্চ হচ্ছিলাম। তোর হবে। আসিস এক একবার –আচ্ছ। डूहें केि ভালবাসিস ?—জ্ঞান, লা ভক্তি ?” - ছোট নরেন—শুধু ভক্তি । শ্রীরামকৃষ্ণ—না জানলে ভক্তি কাকে করবি (মাষ্টারকে দেখাইয় সহাস্তে ) একে যদি না জানিস, কেমন করে একে ভক্তি করবি ? ( মাষ্টারের প্রতি )—তবে শুদ্ধাত্মা যে কালে বলেছে—“শুধু ভক্তি চাই’ এর অবশ্য মানে আছে । “আপন আপনি ভক্তি আসা, সংস্কার না থাকলে হয় না । এইটি প্রেমা ভক্তির লক্ষণ । জ্ঞানভক্তি–বিচার করা ভক্তি । ( ছোট নরেনের প্রতি ) “দেখি, তোর শরীর দেখি, জামা খোল দেখি । বেশ বুকের আয়তন ;—তবে হবে । মাঝে মাঝে আসিস্ । ঠাকুর এখনও ভাবস্থ । অন্য অন্য ভক্তদের সস্নেহে এক এক জনকে সম্বোধন করিয়া আবার বলিতেছেন । ( পল্টর প্রতি )—“তোরও হবে । তবে একটু দেরিতে হবে। ( বাবুরামের প্রতি )—“তোকে টানচি না কেন ? শেষে কি একট হাঙ্গামা হব ! (মোহিনীমোহনের প্রতি)—“তুমি তো আছই!—একটু বাকী আছে সেটুকু গেলে কৰ্ম্মকাজ সংসার কিছু থাকে না –সব যাওয়া কি ভাল । এই বলিয় তাহার দিকে একদৃষ্টে সস্নেহে তাকাইয়া রহিলেন, যে তাহার হৃদয়ের অন্তরতম প্রদেশের সমস্ত ভাব দেখিতেছেন ! মোহিনী মোহন কি ভাবিতেছিলেন, ঈশ্বরের জন্য সব যাওয়াই ভাল ? কিয় পরে ঠাকুর আবার বলিতেছেন—ভাগবত পণ্ডিতকে একটি পাশ দিে ঈশ্বর রেখে দেন,—তা না হ’লে ভাগবত কে শুনাবে।—রেখে দেন লো: শিক্ষার জন্য । মা সেইজন্য সংসারে রেখেছেন । ১৭২ খ্রীরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ